ওয়েব ডেস্ক ১৬ই জানুয়ারি ২০১৯: রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কার কি বলার থাকতে পারে ? এখন এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হচ্ছে সব থেকে বেশি ।তবে এই ঘটনাটি উদ্ঘাটনের দাবি নিঃসন্দেহে রাখতে পারেন আপ-এর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। প্রসঙ্গত উন্নয়নের নামে পুরনো শহরের ইতিহাস ধ্বংস করছে বিজেপি। বারানসীর কাশি-বিশ্বনাথ করিডরের জন্য উত্তর প্রদেশ সরকার কমপক্ষে ৩৬ টি মন্দির ভেঙেছে। যার মধ্যে রয়েছে ৫ হাজার বছরের পুরনো মন্দিরও।
এমনটাই অভিযোগ করলেন আপ-এর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। কাশি-বিশ্বনাথ করিডরের জন্য মন্দির ধ্বংসের বিরুদ্ধে আন্দোলনের একেবারে সামনের দিকে রয়েছেন এই আপ নেতা। আপ-এর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং-এর অভিযোগ, বিজেপি উত্তর প্রদেশে বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্য ধ্বংস করছে। ভগবান কৃষ্ণ, ভগবান গণেশ এমন কী ৫ হাজার বছরের পুরনো ভারত মাতার মন্দিরও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আপ নেতা। সম্প্রতি ভাজপা ভাগাও, ভগবান বাঁচাও যাত্রা-র মতো কর্মসূচি নিয়েছিলেন সঞ্জয় সিং। এই কর্মসূচি হয় অযোধ্যা থেকে বারানসি পর্যন্ত। তাহলে সাধারণ মানুষের কাছে যারা হিন্দুত্ব নিয়ে এতো মাতামাতি করেন সেই বিজেপি কি না মন্দির ভাঙছে ? করিডোরের নামে? মানুষের কাছে আর একটু খোলসা করে জানাবেন , যোগী আদিত্য নাথ ?
এমনটাই অভিযোগ করলেন আপ-এর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং। কাশি-বিশ্বনাথ করিডরের জন্য মন্দির ধ্বংসের বিরুদ্ধে আন্দোলনের একেবারে সামনের দিকে রয়েছেন এই আপ নেতা। আপ-এর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং-এর অভিযোগ, বিজেপি উত্তর প্রদেশে বছরের পর বছর ধরে চলে আসা ঐতিহ্য ধ্বংস করছে। ভগবান কৃষ্ণ, ভগবান গণেশ এমন কী ৫ হাজার বছরের পুরনো ভারত মাতার মন্দিরও ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আপ নেতা। সম্প্রতি ভাজপা ভাগাও, ভগবান বাঁচাও যাত্রা-র মতো কর্মসূচি নিয়েছিলেন সঞ্জয় সিং। এই কর্মসূচি হয় অযোধ্যা থেকে বারানসি পর্যন্ত। তাহলে সাধারণ মানুষের কাছে যারা হিন্দুত্ব নিয়ে এতো মাতামাতি করেন সেই বিজেপি কি না মন্দির ভাঙছে ? করিডোরের নামে? মানুষের কাছে আর একটু খোলসা করে জানাবেন , যোগী আদিত্য নাথ ?
No comments:
Post a comment