ওয়েব ডেস্ক ১০ই জানুয়ারি ২০১৯: এতো কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের সন্ধান পাওয়া গেল ।এরকম টা যে হবে বিজেপির অতি সক্রিয় কর্মীও কি ভাবতে পেরেছিলেন ? কিন্তু বাস্তবটা বড়ই নির্মম , অতএব সত্যিটা মেনে না নেওয়া ছাড়া উপায় কি ।প্রসঙ্গত উত্তরপ্রদেশের বুলন্দশহরে ইন্সপেক্টর সুবোধ কুমার সিং হত্যার ঘটনায় নয়া মোড়। বিজেপির যুব মোর্চার নেতা শিখর আগরওয়ালকে বৃহস্পতিবার হাপুর থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের বিরুদ্ধে জনতাকে উস্কানি দেবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত মাসের ৩ তারিখে গোহত্যার অভিযোগ তুলে উত্তরপ্রদেশের বুলন্দশহরে তুমুল তান্ডব করেছিল বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, তথাকথিত গোরক্ষকদল ও বিজেপি যুব মোর্চার কর্মীরা। এই হিংসার মধ্যেই পুলিশ আধিকারিক সুবোধ কুমার সিংকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। এই ঘটনায় বজরং দলের সদস্য যোগেশ রাজ, সেনা জওয়ান জিতেন্দ্র মালিক এবং প্রশান্ত নাটকে বুধবার পুলিশ গ্রেফতার করেছে।যোগির রাজ্যের দেবেন্দ্র সিং নামক এক বিধায়ক এই ঘটনা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ইন্সপেক্টর সুবোধ কুমার সিং নিজেই নিজের গুলিতে নিহত হয়েছেন বলে মন্তব্য করেছিলেন।এতো সব কিছু করেও বিজেপির যুব মোর্চাকে বাঁচানো গেলনা ।হয়তো এই প্রথমবার পুলিশ পুলিশের মতোই কাজ করেছে ।স্বয়ংক্রিয় ভাবে প্রশ্ন আসে তাহলে এতদিন পুলিশ কি করছিল ?শ্রীযুক্ত যোগিজি বলতে পারবেন কি ?
গত মাসের ৩ তারিখে গোহত্যার অভিযোগ তুলে উত্তরপ্রদেশের বুলন্দশহরে তুমুল তান্ডব করেছিল বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, তথাকথিত গোরক্ষকদল ও বিজেপি যুব মোর্চার কর্মীরা। এই হিংসার মধ্যেই পুলিশ আধিকারিক সুবোধ কুমার সিংকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। এই ঘটনায় বজরং দলের সদস্য যোগেশ রাজ, সেনা জওয়ান জিতেন্দ্র মালিক এবং প্রশান্ত নাটকে বুধবার পুলিশ গ্রেফতার করেছে।যোগির রাজ্যের দেবেন্দ্র সিং নামক এক বিধায়ক এই ঘটনা থেকে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য ইন্সপেক্টর সুবোধ কুমার সিং নিজেই নিজের গুলিতে নিহত হয়েছেন বলে মন্তব্য করেছিলেন।এতো সব কিছু করেও বিজেপির যুব মোর্চাকে বাঁচানো গেলনা ।হয়তো এই প্রথমবার পুলিশ পুলিশের মতোই কাজ করেছে ।স্বয়ংক্রিয় ভাবে প্রশ্ন আসে তাহলে এতদিন পুলিশ কি করছিল ?শ্রীযুক্ত যোগিজি বলতে পারবেন কি ?
No comments:
Post a comment