ওয়েব
ডেস্ক ১৮ই জানুয়ারি
২০১৯: একমুহূর্তও অবিজেপি রাজনৈতিক দলগুলি বিজেপিকে আর ভারতের মসনদে
চাইছেনা,কিন্তু এই গণতান্ত্রিক দেশে
২০১৯ নির্বাচন অবধি অপেক্ষা করতেই
হবে । আর এরই
মধ্যে ১৯ জানুয়ারী ব্রিগেডকে
সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ওই দিনই বিজেপির
মৃত্যু ঘন্টা বাজবে ।
তাঁর মতে আসন্ন লোকসভা নির্বাচনে ১২৫ টির বেশি আসন পাবেন বি জে পি।ব্রিগেডে
বিশাল জনসভার ৪৮ ঘন্টা আগে
সভাস্থলের নিরাপত্তা ,ব্যবস্থাপনা ,মঞ্চ তৈরি — এই সবকিছুই ঘুরে
ঘুরে দেখেন তৃণমূল সুপ্রিমো। সাংবাদিকদের বলেন — ‘ কংগ্রেস কটি আসন পাবে জানিনা , তবে বি জে পি
কোনওভাবেই ১২৫টির বেশি আসন পাবে না. সেটা পেলেই বলব অনেক। ‘ তৃণমূল নেত্রীর দৃঢ় বিশ্বাস এবারের লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলিই হবে নির্ণায়ক শক্তি।উল্লেখ্য কালকের জনসভায় বি এস পি
নেত্রী মায়াবতী না এলেও দলের
সর্বভারতীয় সম্পাদক সতীশ মিশ্র আসছেন। এটি খুব তাৎপর্যপূর্ণ বিষয় হিসাবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।রাজনৈতিক নক্ষত্রদের মধ্যে অবশ্যই থাকবেন রাম যেত মালানি যিনি প্রথমবার বলেছিলেন ভারতের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সৎ প্রধানমন্ত্রী দরকার
।
No comments:
Post a comment