ওয়েব ডেস্ক ১৯ই জানুয়ারি ২০১৯: হাই-টেক মুখ্যমন্ত্রী বলে খ্যাত চন্দ্রবাবু নাইডু এবার সরাসরি বিজেপির বিরুদ্ধী আক্রমণ শানালেন।তিনি স্পটতই বললেন দেশে এখন দুটি ফ্রন্ট ,একটা বিজেপির অন্যটি অবিজেপি ফ্রন্ট ।তার মানে লড়াই হবে বিজেপি সাথে বাকি সবাইয়ের , যেটা উনি মুখে বলেননি , কিন্তু যেকোনো শিক্ষিত মানুষই বোঝার ক্ষমতা রাখে।তাঁর মতে, মোদি–বিরোধী দলগুলি শনিবার সকালে কলকাতায় মমতা ব্যানার্জির ডাকা সমাবেশে যোগ দিতে চলেছে। আর যারা যোগ দিচ্ছে না, তারা মোদি–পন্থী।
টিডিপি প্রধানের এই শ্রেণিবিভাগের একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে। তাঁর নিজের রাজ্য ও পাশের রাজ্যে টিডিপির শত্রুদল জগন্মোহনের ওয়াইএসআর কংগ্রেস এবং চন্দ্রশেখর রাওয়ের টিআরএস আদতে বিজেপির দোসর, এটাই তাঁর বক্তব্য। চন্দ্রবাবুর ভাষায়, ‘কলকাতার সমাবেশে ওরা যোগ দিচ্ছে না, তাতেই স্পষ্ট, ওদের অবস্থানটা কী।’ তেলুগু দেশমের প্রতিষ্ঠাতা এন টি রামরাওয়ের ২৩তম মৃত্যুদিবস উপলক্ষে দলের কর্মীদের নিয়ে টেলি–কনফারেন্স করা হয় শুক্রবার। সেখানে বিজেপির স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হন চন্দ্রবাবু। তাঁর ভাষণে বলেন, দেশে আজ বিজেপির স্বৈরাচার চলছে, চলছে নরেন্দ্র মোদির একনায়কতন্ত্র। এনটিআর শিখিয়ে গেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে কী করে লড়তে হয়। তেলুগু দেশম একটা ‘ন্যায়যুদ্ধ’ চালাচ্ছে। লোকসভা ও অন্ধ্র বিধানসভার নির্বাচন আর মাত্র ‘১০০ দিন’ দূরে। নির্বাচনে দলের ওপর থেকে নীচ পর্যন্ত সবাইকে ঝাঁপিয়ে পড়ার ডাক দেন চন্দ্রবাবু। মনে করিয়ে দেন, অন্ধ্রে টিডিপির জয় এবার জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই যে এক বাক্যে সমর্থন করছেন এটা তারই বহিঃপ্রকাশ ।
Saturday, 19 January 2019
.png)
চন্দ্রবাবু এবার বাংলার থেকেই সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াই ঘোষণা করলেন,সোশ্যাল মিডিয়ায় ট্রোলড
রাজ্য
loading...
No comments:
Post a Comment