Wednesday, 30 January 2019

হিমঘরগুলি অবিলম্বে খোলার নির্দেশ দিলেন মন্ত্রী , নানা মহলের সাধুবাদ

ওয়েব ডেস্ক ৩০শে জানুয়ারি ২০১৯:মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে পার্টিবাজি করতে বাংলার ক্ষমতায় আসেনি তা আরো একবার প্রমান পাওয়া গেল। বিগত বামফ্রন্ট সরকার হলে মানুষের আন্দোলন কতক্ষনে আরম্ভ হবে সেই অপেক্ষায় থাকত , যাতে সবাইকে সিপিএমের ছাতার তলায় আনা যায়।এটা তৃণমূল প্রশাসন , নিয়ম অনুসারে চলে ।
প্রসঙ্গত রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত অবিলম্বে বন্ধ হিমঘরগুলি খুলতে বললেন। ওয়েস্টবেঙ্গল কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের এক বৈঠকে সমস্ত হিমঘরের মালিকদেরই এই নির্দেশ দিয়েছেন তিনি। মন্ত্রী এই বৈঠকে জানিয়েছেন, মোট ৫৭৬টি হিমঘর রয়েছে রাজ্যে। তার মধ্যে৫০২টি বন্ধ। কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের নিয়ম নীতি মেনে এগুলি অবিলম্বে খুলতে হবে। নইলে হিমঘর মালিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।শাক সবজির দাম বাড়ার জন্য ফড়েদের প্রভাবের কথা স্বীকার করে নিয়ে মন্ত্রী জানান ,খুব শীঘ্রই রাজ্যে সুফল বাংলার রিটেল স্টোর খোলা হবে।এছাড়া মাছ , মাংস ,আলু , দুধ ও পোল্ট্রিজাত দ্রব্যগুলো কোল্ড স্টোরেজে মজুত করে রেখে পরিস্থিতির পরিবর্তন ঘটাতে একাধিক মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন তিনি ।

No comments:

Post a Comment

loading...