ওয়েব ডেস্ক ২৪শে জানুয়ারি ২০১৯: কথায় আছে মরার কালে হরির নাম।সাড়ে চার বছরের রাজত্বে কোনো চাকরি তৈরী করতে পারলোনা এবার চারলক্ষের চাকরি হওয়ায় কথা ঘোষণা করে দিলেন রেলমন্ত্রী পিযূষ গোয়েল ।আর কেন্দ্রীয় বিজেপি নেতা রেলমন্ত্রী পিযূষ গোয়েলের রেলে এই চার লাখ চাকরি ঘোষণাকে নরেন্দ্র মোদি সরকারের “আরেকটি জুমলা” বলে আখ্যা দিলেন।
বৃহস্পতিবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ট্যুইট করে বলেন,” রেলে প্রায় পাঁচ বছর ধরে ২,৮২,৯৭৬ পদ খালি আর সরকার পদ পূরণ করতে ঘুম থেকে ‘হঠাৎ’ জেগে উঠে বলছে ৩ মাসে পূরণ করে দেবে।আরও একটি জুমলা”। তিনি আরও বলেন, “সরকারের অনেক বিভাগ জুড়ে একই কাহিনী। একদিকে খালি পোস্ট, অন্যদিকে বেকার যুবক”।রেলমন্ত্রী পিযূষ গোয়ল বুধবার বলেছেন, ২০২১ সালের মধ্যে রেলওয়ে ৪ লক্ষেরও বেশি লোক নিয়োগ করবে। তিনি আরও বলেন, আগামী দুই বছরে ২।৩ লাখ খালি পদ নিয়োগের কাজ শেষ হবে।
বৃহস্পতিবার প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ট্যুইট করে বলেন,” রেলে প্রায় পাঁচ বছর ধরে ২,৮২,৯৭৬ পদ খালি আর সরকার পদ পূরণ করতে ঘুম থেকে ‘হঠাৎ’ জেগে উঠে বলছে ৩ মাসে পূরণ করে দেবে।আরও একটি জুমলা”। তিনি আরও বলেন, “সরকারের অনেক বিভাগ জুড়ে একই কাহিনী। একদিকে খালি পোস্ট, অন্যদিকে বেকার যুবক”।রেলমন্ত্রী পিযূষ গোয়ল বুধবার বলেছেন, ২০২১ সালের মধ্যে রেলওয়ে ৪ লক্ষেরও বেশি লোক নিয়োগ করবে। তিনি আরও বলেন, আগামী দুই বছরে ২।৩ লাখ খালি পদ নিয়োগের কাজ শেষ হবে।
No comments:
Post a comment