ওয়েব ডেস্ক ১৬ই জানুয়ারি ২০১৯: ২০১৯ লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার প্রবল সম্ভাবনার কথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যখন স্বীকার করেছিলেন , তখন অনেকেই মনে করেছিলেন, ভগবান দিলীপ ঘোষ কে সুমতি দিয়েছেন ।কিন্তু আদতে দিলীপ ঘোষ দিলীপ ঘষেই আছেন , এতটুকু পরিবর্তন হননি ।প্রসঙ্গত মঙ্গলবার ভোররাতে জয়দেব কেন্দুলিতে লক্ষাধিক মানুষ পুণ্যস্নানের জন্য উপস্থিত হয়েছিলেন ।
শুধু সাধারণ মানুষ নয়, উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভিআইপি-রাও। এদিন বীরভূমের জয়দেব কেন্দুলিতে পুণ্যস্নান করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও । এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর তাকে যখন প্রশ্ন করা হয় এবার থেকে সংবাদ মাধ্যমের লোকেদেরও কি পুন্য স্নান করা উচিত ? তখন তিনি বলেন “বীরভূম জেলায় সব থেকে বেশি পাপ, যত খুন খারাপি তো এখানে কিন্তু এটা বাংলার সংস্কৃতি নয়। তাই মানুষের মন যদি একটু শুদ্ধ হয় তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো।” এছাড়াও তিনি বীরভূমের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “যারা ক্ষমতায় আছেন তাদের স্নান করা সব থেকে জরুরি কারণ তাদের নাকি পাপের পরিমাণ সব থেকে বেশি।” কি ভেবে তিনি এই বিতর্কিত মন্তব্যটা করেছেন সেটা বলা সম্ভব নয় , তবে সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে কোনো রকম কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে ।
শুধু সাধারণ মানুষ নয়, উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভিআইপি-রাও। এদিন বীরভূমের জয়দেব কেন্দুলিতে পুণ্যস্নান করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও । এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর তাকে যখন প্রশ্ন করা হয় এবার থেকে সংবাদ মাধ্যমের লোকেদেরও কি পুন্য স্নান করা উচিত ? তখন তিনি বলেন “বীরভূম জেলায় সব থেকে বেশি পাপ, যত খুন খারাপি তো এখানে কিন্তু এটা বাংলার সংস্কৃতি নয়। তাই মানুষের মন যদি একটু শুদ্ধ হয় তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো।” এছাড়াও তিনি বীরভূমের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, “যারা ক্ষমতায় আছেন তাদের স্নান করা সব থেকে জরুরি কারণ তাদের নাকি পাপের পরিমাণ সব থেকে বেশি।” কি ভেবে তিনি এই বিতর্কিত মন্তব্যটা করেছেন সেটা বলা সম্ভব নয় , তবে সরকারের তরফ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে কোনো রকম কোনো অপ্রতিকর ঘটনা না ঘটে ।
No comments:
Post a comment