ওয়েব ডেস্ক ১৩ই জানুয়ারি ২০১৯: মানুষের নামে কুৎসা রটাবার আগে একটু জেনে নেওয়া দরকার না হলে লোক সমাজে বেইজ্জত হতে হয় ।হয়তো এই কথাটাই জানতেননা এনডিএ-র সঙ্গী শিরোমনি অকালি দলের দিল্লির বিধায়ক মনজিন্দার সিরসা , নাহলে কারোর সমন্ধে উক্তি করার আগে হাজারবার ভেবেনিতেন।
প্রসঙ্গত যে ছবিটি দিল্লির এনডিএ-র সঙ্গী শিরোমনি অকালি দলের বিধায়ক মনজিন্দার সিরসা টুইট করেছেন, তা নেহরুর ভাগ্নী নয়নতারা সেহগলের। ছবিটি ১৯৫৫ সালের লন্ডন বিমানবন্দরের। নেহরু সেখানে পৌঁছনোর পর জড়িয়ে ধরেছিলেন নয়নতারা। তাদের ডানদিকে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি হলেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত। ব্রিটেনে তৎকালীন ভারতের রাষ্ট্রদূত। এখানেই শেষ নয় , না জেনেশুনে শিরোমনি অকালি দলের বিধায়ক নেহরুকে তুলনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। কি লিখেছিলেন ?
এর আগেই নেহরুকে কালিমালিপ্ত করতে বিজেপির আইটি সেলের তরফে অমিত মালব্য ছবিটি শেয়ার করেছিলেন।
প্রসঙ্গত যে ছবিটি দিল্লির এনডিএ-র সঙ্গী শিরোমনি অকালি দলের বিধায়ক মনজিন্দার সিরসা টুইট করেছেন, তা নেহরুর ভাগ্নী নয়নতারা সেহগলের। ছবিটি ১৯৫৫ সালের লন্ডন বিমানবন্দরের। নেহরু সেখানে পৌঁছনোর পর জড়িয়ে ধরেছিলেন নয়নতারা। তাদের ডানদিকে যে মহিলাকে দেখা যাচ্ছে তিনি হলেন, বিজয়লক্ষ্মী পণ্ডিত। ব্রিটেনে তৎকালীন ভারতের রাষ্ট্রদূত। এখানেই শেষ নয় , না জেনেশুনে শিরোমনি অকালি দলের বিধায়ক নেহরুকে তুলনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে। কি লিখেছিলেন ?
এর আগেই নেহরুকে কালিমালিপ্ত করতে বিজেপির আইটি সেলের তরফে অমিত মালব্য ছবিটি শেয়ার করেছিলেন।
No comments:
Post a comment