Sunday, 13 January 2019

অলোক ভর্মার সাথে অবিচারের কথা স্বীকার করে বিজেপিকে অস্বস্তিতে ফেললেন সুব্রামানিয়াম স্বামী

ওয়েব ডেস্ক ১৩ই  জানুয়ারি ২০১৯: নিজের মনের কথা চিরকালই এভাবে জানিয়ে এসেছেন বিজেপির সুব্রামানিয়াম স্বামী । আজকের দিনেও তিনি যে এতটুকু বদলাননি তার প্রমান আবার পাওয়া গেল । প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর সিবিআই ডিরেক্টরের পদ থেকে আলোক বর্মাকে সরিয়ে দিয়ে তাঁর সাথে 'অবিচার' করা হয়েছে। আলোক বর্মার বিরুদ্ধে তদন্তে সেন্ট্রাল ভিজিল‍্যান্স কমিশনের(CVC) আর একবার বর্মাকে ডাকা উচিত ছিল। সিবিআই ডিরেক্টরের অপসারণ প্রসঙ্গে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করলেন বিশিষ্ট বিজেপি নেতা সুব্রাহ্মানিয়াম স্বামী।


এক সংবাদমাধ্যমে শুক্রবার তিনি বলেছেন, "প্রাক্তন বিচারপতি এ কে পট্টনায়কের মন্তব্যের সাথে আমি সহমত। বর্মার বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায় নি। CVC যা বলেছে সেটাই শেষ কথা নয়।"উল্লেখ্য, এ কে পট্টনায়কের নজরদারিতেই প্রাক্তন সিবিআই ডিরেক্টর আলোক বর্মার ওপর আনা অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল CVC কে। গত শুক্রবার বিচারপতি পট্টনায়ক জানিয়েছিলেন, যে রিপোর্টের ভিত্তিতে আলোক বর্মাকে সিবিআই-এর ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দিয়েছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, সেখানে বর্মার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগের উল্লেখ নেই।

No comments:

Post a Comment

loading...