ওয়েব ডেস্ক ১৬ই জানুয়ারি ২০১৯: দ্বিতীয় বিশ্ব যুদ্ধে যতনা লোক মারা গিয়েছিল তার থেকে বেশি লোক মারা গিয়েছিল সোভিয়েত উনিয়নের কমিউনিস্ট শাসনকালে, এই তথ্যটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর বিশ্বের হাতে আসে । কিন্তু আজকের সোশ্যাল মিডিয়া হোয়াটসআপের যুগে গুজরাটে বিজেপি বিতাড়িত হওয়া অবধি অপেক্ষা করতে হলনা মানুষকে , তার আগেই বেরিয়ে পড়ল ভয়ানক ছবিটা ।
প্রসঙ্গত পুলিশি হেফাজতে কিংবা জেলের মধ্যে মৃত্যুর ঘটনা দেশের বিভিন্ন রাজ্যে ঘটছে। দেখা যাচ্ছে, পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটের নাম। আবার জেলার মধ্যে রয়েছে আমেদাবাদের নাম। সূত্রের খবর প্রতিবছর গড়ে ৫৫ জনের মৃত্যু হয়,যার কুড়ি শতাংশই ঘটে আমেদাবাদে। ২০১৮ সালে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এর মধ্যে আমেদাবাদেই ১৪ জন। এছাড়াও পরের স্থানে রয়েছে ভাদ্দেরা,রাজকোট,সুরাট ও কচ্ছও এর নাম।বিজেপি ক্ষমতায় আসবার আগে গুজরাটের উন্নতির উদাহরণ দেওয়া হত , এখন কি উদহারণ দেবেন ? যারা গুজরাট নিয়ে এক সময় মাতামাতি করতেন ।
প্রসঙ্গত পুলিশি হেফাজতে কিংবা জেলের মধ্যে মৃত্যুর ঘটনা দেশের বিভিন্ন রাজ্যে ঘটছে। দেখা যাচ্ছে, পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাটের নাম। আবার জেলার মধ্যে রয়েছে আমেদাবাদের নাম। সূত্রের খবর প্রতিবছর গড়ে ৫৫ জনের মৃত্যু হয়,যার কুড়ি শতাংশই ঘটে আমেদাবাদে। ২০১৮ সালে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এর মধ্যে আমেদাবাদেই ১৪ জন। এছাড়াও পরের স্থানে রয়েছে ভাদ্দেরা,রাজকোট,সুরাট ও কচ্ছও এর নাম।বিজেপি ক্ষমতায় আসবার আগে গুজরাটের উন্নতির উদাহরণ দেওয়া হত , এখন কি উদহারণ দেবেন ? যারা গুজরাট নিয়ে এক সময় মাতামাতি করতেন ।
No comments:
Post a comment