ওয়েব ডেস্ক ১২ই জানুয়ারি ২০১৯: যোগী রাজ্যে কি না ঘটছে ।নৈরাজ্য থেকে চরম গাফিলতি , কি নেই এই রাজ্যে ।সাধারণ একটা বদলির নির্দেশিকাতেও চরম গাফিলতি , তাহলে প্রশ্ন উঠছে " আঁচে দিনটি কোথায় ?" প্রসঙ্গত ফলাও করে পুলিসে বদলির নির্দশিকা জারি করেছিল যোগী সরকার। সেটি প্রকাশ হতেই তুমুল বিতর্কে জড়িয়েছে পুলিস প্রশাসন। এই বদলির নির্দেশিকায় নাম রয়েছে মৃত ডিএসপি সত্যনারায়ণ সিংয়ের। গতমাসেই তাঁর মৃত্যু হয়েছে। খবরটা জানা জানি হলেই লজ্জায় বিবৃতি জারি করে ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন উত্তর প্রদেশ পুলিসের ডিজিপি ওপি সিং।
টুইট করে এই অনাকাঙ্খিত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়ে ডিজিপি লিখেছেন, এই ভুল ক্ষমারও অযোগ্য। কীভাবে একজন মৃত অফিসারের নাম বদলির তালিকায় রয়ে গেল তা খতিয়ে দেখব আমি। ভবিষ্যতে যাতে এই ভুল না হয় সেদিকে কড়া নজর রাখা হবে। সামনেই কুম্ভমেলা তার আগে পুলিসের এই বদলির নির্দেশিকায় ভুল নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। কুম্ভ মেলার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা এখন যোগীর পুলিসের কাছে বড় চ্যালেঞ্জ
টুইট করে এই অনাকাঙ্খিত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিয়ে ডিজিপি লিখেছেন, এই ভুল ক্ষমারও অযোগ্য। কীভাবে একজন মৃত অফিসারের নাম বদলির তালিকায় রয়ে গেল তা খতিয়ে দেখব আমি। ভবিষ্যতে যাতে এই ভুল না হয় সেদিকে কড়া নজর রাখা হবে। সামনেই কুম্ভমেলা তার আগে পুলিসের এই বদলির নির্দেশিকায় ভুল নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে। কুম্ভ মেলার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষা করা এখন যোগীর পুলিসের কাছে বড় চ্যালেঞ্জ
No comments:
Post a comment