ওয়েব ডেস্ক ১৬ই জানুয়ারি ২০১৯: ভানু বন্দ্যোপাধ্যায় , জহর গাঙ্গুলী , অনুপ কুমার , রবি ঘোষের মতো চলচিত্র জগতের কিংবদন্তি শিল্পীরা মারা যাওয়াতে মানুষ সত্যি কথা বলতে কি , হাসতে ভুলে গিয়েছিল । বাংলাভাষী মানুষের একটা বড় অংশ নিঃসন্দেহে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এবার ধন্যবাদ জানাবেন তাদের সেই হারিয়ে যাওয়া হাসি, তার আলটপকা মন্তব্যের মাধ্যমে ফিরিয়ে আনার জন্য ।এবার তার নবতম সংযোজন ই মানেই ট্রান্সপারেন্ট। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মুখ খুললেই মানুষের কাছে ভানু বন্দ্যোপাধ্যের সংলাপ ।
কারণ তিনি এমন কিছু আবিষ্কার করতে চান, যাতে সাধারণ মানুষের কাছে কৌতুক ছাড়া কিছুই নয় ।প্রায় ১০ মাস বয়স তাঁর সরকারের। এরই মধ্যে নানা মন্তব্য করে বিড়ম্বনা বাড়িয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। মহাভারতের সময় কালেও ছিল ইন্টারনেট, কিংবা হাঁস সাঁতার কাটলে জলে অক্সিজেন বাড়ে। কিংবা ত্রিপুরা মডেল স্টেট মানে টিএমডি। এসব হাস্যকর মন্তব্য করেই শিরোনামে এসেছিলেন বিপ্লব কুমার দেব । মঙ্গলবার কানাছোড়া ব্লকের পৌষ মেলা এবং সংহতি উৎসবে উপস্থিত ছিলেন বিপ্লব দেব। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দুর্নীতি মুক্ত করতে, ই-গ্যাজেট, ই-চালান, ই-স্ট্যাম্পিং-এর প্রচলন করা হয়েছে রাজ্যে। ই-কাস্টমার ব্যবস্থা করা হচ্ছে রাজ্যে। এপ্রসঙ্গে তিনি বলেন ই মানেই ট্রান্সপারেন্ট। ই লেগেছে মানে ট্রান্সপারেন্ট, ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে। যাই হোক ,মানুষের কাছে ভানু বন্দ্যোপাধ্যায় জহর গাঙ্গুলির আজও বেঁচে আছেন বিপ্লব দেবের মতন মুখ্যমন্ত্রীর মাধ্যমে ।
Wednesday, 16 January 2019
.png)
বিপ্লব দেবের নবতম সংযোজন , ই মানেই ট্রান্সপারেন্ট , ফের হাসির খোরাক হলেন
রাজ্য
loading...
No comments:
Post a Comment