ওয়েব ডেস্ক ২৮শে জানুয়ারি ২০১৯:কয়েকদিন আগেই রাজনৈতিক মহলে একটা গুঞ্জন শোনা গিয়েছিল , যে বিজেপির অন্দর মহলে আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রিত্বের জন্য নিতিন গড়কড়ির নামটাই "প্রজেক্ট" কড়া হবে ।
সেই আনন্দেই বেফাঁস মন্তব্য কিনা বলা মুশকিল তবে,স্বপ্ন পূরণ করতে না পারলে মানুষ জবাব দিতে পারে , সম্প্রতি এমনই মন্তব্য করেন কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গড়কড়ি। আর তাঁর এই মন্তব্যকে ঘিরে জলঘোলা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই।তাঁর এই মন্তব্য প্রচ্ছন্নভাবে নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে একথা বলছেন বিরোধীরা। কিন্তু বি জে পি নেতা জে ভি এল নরসিমা রাও সাংবাদিকদের জানালেন — নিতিন গড়করির মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি এই মন্তব্য কগ্রেসের বিপক্ষেই করেছেন , তাঁর দল বি জে পি -র উদ্দেশ্যে নয়। ১৯৭০ সালে ইন্দিরা গান্ধী গরিবি হঠাও স্লোগান তুলেও কিছুই করেননি। তাঁর উত্তরাধিকার রাহুলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে , এমনই ইঙ্গিত দিয়েছেন। ‘
No comments:
Post a Comment