ওয়েব ডেস্ক ২৬শে জানুয়ারি ২০১৯:আসল কারণটা তিনি জানালেননা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।তবে এটাই সত্যি পদ্মশ্রী পুরস্কার ফেরালেন লেখিকা গীতা মেহতা। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক গীতা ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন। গীতা মেহতাকে পদ্মশ্রী দেওয়ার কথা ঘোষণার পরই নিউ ইয়র্ক থেকে তা নিতে অস্বীকার করেছেন গীতা।
তিনি বলেছেন, ‘ভারত সরকার আমাকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুনে খুবই গর্ব বোধ করছি। তবে সরকারের প্রতি সম্মান জানিয়েই এই সম্মান ফেরাচ্ছি। কারণ সামনেই দেশের লোকসভা নির্বাচন। এই অবস্থায় এই সম্মান সরকার ও আমার নিজের বিড়ম্বনার কারণ হতে পারে। এনিয়ে ভুল ভোঝাবুঝি সৃষ্টি হতে পারে।’এটাই কি সত্যি ? সূত্র অনুসারে তিনি আমেরিকাতে বসেও ভারতের বর্তমান পরিস্থিতিকে ভাল চোখে যে দেখছেননা , সেটা আগেই বোঝা গিয়েছিল ।উল্লেখ্য, গীতা মেহতা একাধিক বেস্ট সেলারের লেখিকা। বারাক ওবামা, টোনি ব্লেয়ার সহ ৬ নোবেল জয়ীই আত্মজীবনী লিখেছেন গীতা। তাঁর লেখা কর্মা কোলা অ্যান্ড লাডার্সঃ গ্লিমপস অব মর্ডান ইন্ডিয়া, ইটারন্যাল গণেশ বাজারে সুখ্যাতি অর্জন করে।
তিনি বলেছেন, ‘ভারত সরকার আমাকে পদ্মশ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শুনে খুবই গর্ব বোধ করছি। তবে সরকারের প্রতি সম্মান জানিয়েই এই সম্মান ফেরাচ্ছি। কারণ সামনেই দেশের লোকসভা নির্বাচন। এই অবস্থায় এই সম্মান সরকার ও আমার নিজের বিড়ম্বনার কারণ হতে পারে। এনিয়ে ভুল ভোঝাবুঝি সৃষ্টি হতে পারে।’এটাই কি সত্যি ? সূত্র অনুসারে তিনি আমেরিকাতে বসেও ভারতের বর্তমান পরিস্থিতিকে ভাল চোখে যে দেখছেননা , সেটা আগেই বোঝা গিয়েছিল ।উল্লেখ্য, গীতা মেহতা একাধিক বেস্ট সেলারের লেখিকা। বারাক ওবামা, টোনি ব্লেয়ার সহ ৬ নোবেল জয়ীই আত্মজীবনী লিখেছেন গীতা। তাঁর লেখা কর্মা কোলা অ্যান্ড লাডার্সঃ গ্লিমপস অব মর্ডান ইন্ডিয়া, ইটারন্যাল গণেশ বাজারে সুখ্যাতি অর্জন করে।
No comments:
Post a comment