ওয়েব ডেস্ক ১লা জানুয়ারি ২০১৯: বুলান্দশহর পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার হত্যার ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য উঠে আসল ।হত্যার অন্যতম অভিযুক্ত প্রশান্ত নাটকে পুলিশ ইতোমধ্যে ২৮শে ডিসেম্বর গ্রেপ্তার করে। ইন্সপেক্টরকে গুলি করার সময় ট্রিগারটি টেনেছিল সে-ই।অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তি কালুয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। তার মুখ থেকে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
কি নিষ্ঠুর হত্যালীলা চালিয়েছিল, সেকথা পুলিশী জেরায় স্বীকার করে কালুয়া। পুলিশ জানায়, কালুয়া নামে পরিচিত লোকটি ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে কুড়ুল দিয়ে আঘাত করেছিল। কয়েকটি আঙ্গুল কেটে দেওয়া হয়, মাথাও কোপায় তারা। তারপর অবশেষে অফিসারকে গুলি করা হয়।পুলিশকে কালুয়া জানায়, রাস্তা অবরোধ করার সময় পুলিশ যখন তাকে থামায় , তখনই সে কুড়ুল দিয়ে সুবোধবাবুকে আক্রমণ করে।গোলমালের খবর পেয়েই বাহিনী নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হন সুবোধ কুমার সিং। পথে তার রাস্তা আটকায় উন্মত্ত জনতা। তাঁকে পাথর ও লাঠি দিয়ে আঘাত করে। জনতার রোষ থেকে সুবোধ পালানোর চেষ্টা করেন। আহত সুবোধ ফাঁকা জমির ওপরে দৌড়তে শুরু করেন। এর মধ্যেই সুবোধের পিস্তল ছিনিয়ে নিয়ে তাকে গুলি করা হয়।এই হত্যাকাণ্ডে জড়িত এক সেনা জিতেন্দ্রমালিক। তাকেও ৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবী, এই সেনাই জনগণকে উত্তেজিত করে তোলে সুবোধ কুমার সিংকে হত্যার জন্য।বিদ্যজনেদের একাংশের অভিমত আশির দশকে কলকাতায় ডেপুটি পুলিশ কমিশনার বিনোদ কুমার মেহতাকে যে ভাবে তারা করে মারা হয়েছিল , সেই একই কায়দায় এখানে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার কে মারা হয়েছে ।
কি নিষ্ঠুর হত্যালীলা চালিয়েছিল, সেকথা পুলিশী জেরায় স্বীকার করে কালুয়া। পুলিশ জানায়, কালুয়া নামে পরিচিত লোকটি ইন্সপেক্টর সুবোধ কুমার সিংকে কুড়ুল দিয়ে আঘাত করেছিল। কয়েকটি আঙ্গুল কেটে দেওয়া হয়, মাথাও কোপায় তারা। তারপর অবশেষে অফিসারকে গুলি করা হয়।পুলিশকে কালুয়া জানায়, রাস্তা অবরোধ করার সময় পুলিশ যখন তাকে থামায় , তখনই সে কুড়ুল দিয়ে সুবোধবাবুকে আক্রমণ করে।গোলমালের খবর পেয়েই বাহিনী নিয়ে ঘটনাস্থলের দিকে রওয়ানা হন সুবোধ কুমার সিং। পথে তার রাস্তা আটকায় উন্মত্ত জনতা। তাঁকে পাথর ও লাঠি দিয়ে আঘাত করে। জনতার রোষ থেকে সুবোধ পালানোর চেষ্টা করেন। আহত সুবোধ ফাঁকা জমির ওপরে দৌড়তে শুরু করেন। এর মধ্যেই সুবোধের পিস্তল ছিনিয়ে নিয়ে তাকে গুলি করা হয়।এই হত্যাকাণ্ডে জড়িত এক সেনা জিতেন্দ্রমালিক। তাকেও ৯ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবী, এই সেনাই জনগণকে উত্তেজিত করে তোলে সুবোধ কুমার সিংকে হত্যার জন্য।বিদ্যজনেদের একাংশের অভিমত আশির দশকে কলকাতায় ডেপুটি পুলিশ কমিশনার বিনোদ কুমার মেহতাকে যে ভাবে তারা করে মারা হয়েছিল , সেই একই কায়দায় এখানে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার কে মারা হয়েছে ।
No comments:
Post a Comment