ওয়েব ডেস্ক ১লা জানুয়ারি ২০১৯: "আচ্ছে দিন" যখন দূরবীন দিয়েও দেশ বাসীরা দেখতে পারছেননা তখন দেশাত্মবোধ জাগিয়ে কি সেগুলো পূরণ করার চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার ? অনেকের তো সেরকমই মনে হচ্ছে । নতুন বছরের শুরুতেই ছাত্রদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে নয়া পদক্ষেপ করল গুজরাটের বিজেপি সরকার। সেই নির্দেশিকা মেনেই আহমেদাবাদের এই সরকারি প্রাথমিক স্কুলে জারি করা হয়েছে নয়া নিয়ম।
রোলকলের সময় ‘ইয়েস স্যার’ অথবা ‘প্রেজেন্ট স্যার’ না বলে বলতে হবে ‘জয় হিন্দ, জয় ভারত’। শুধু এই স্কুলে নয় রাজ্যের প্রত্যেকটি সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে এই নিয়ম বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিন ছৌদাসমা।শৈশব থেকেই ছাত্র যুবাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার এটাই নাকি একমাত্র উপায় বলে মনে করেন শিক্ষামন্ত্রী। সেই মর্মে প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষাদপ্তরে এই নির্দেশিকা পাঠানো হয়। এক জানুয়ারি থেকে সেটা যাতে কার্যকর করা হয় তা নজরে রাখার কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই মতো রাজ্যের প্রত্যেকটি সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষকদেরও এই নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন আসতেই পারে , এবং আসছেও যে বিজেপি কি শেখাবে দেশাত্ব বোধ কাকে বলে আর কি ভাবে আসবে ?
রোলকলের সময় ‘ইয়েস স্যার’ অথবা ‘প্রেজেন্ট স্যার’ না বলে বলতে হবে ‘জয় হিন্দ, জয় ভারত’। শুধু এই স্কুলে নয় রাজ্যের প্রত্যেকটি সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে এই নিয়ম বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রসিন ছৌদাসমা।শৈশব থেকেই ছাত্র যুবাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলার এটাই নাকি একমাত্র উপায় বলে মনে করেন শিক্ষামন্ত্রী। সেই মর্মে প্রত্যেক জেলার প্রাথমিক শিক্ষাদপ্তরে এই নির্দেশিকা পাঠানো হয়। এক জানুয়ারি থেকে সেটা যাতে কার্যকর করা হয় তা নজরে রাখার কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই মতো রাজ্যের প্রত্যেকটি সরকারি এবং সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষকদেরও এই নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্ন আসতেই পারে , এবং আসছেও যে বিজেপি কি শেখাবে দেশাত্ব বোধ কাকে বলে আর কি ভাবে আসবে ?
No comments:
Post a Comment