ওয়েব ডেস্ক ১৯ই জানুয়ারি ২০১৯: এ যেন চাঁদের হাট , এচ ডি দেভগওরা, শত্রুগ্ন সিনহা , সবাই একে একে এসে পৌঁছিয়েছেন ।মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন যারা বাইরে থেকে আমন্ত্রিত হয়ে এসেছেন তারা আগে বক্তিতা দেবে তারপর সবার শেষে তিনি বক্তিতা দেবেন ।
সেই সূত্র ধরে সভায় বক্তিতা দিতে ওঠেন জীগনেশ মেবানি । তৃণমূলের ব্রিগেডের মঞ্চ থেকে রীতি মতো হুঙ্কার দিলেন জীগনেশ মেবানি। তিনি বলেন, ” মানুষ বিচার চায়, মোদির বিদায় চায়”। তিনি আরও বলেন,’সংবিধানের উপর বারবার আক্রমণ করা হয়েছে। কৃষক শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত।’এদিন সকাল থেকেই ব্রিগেড মঞ্চে দেশের বড় বড় নেতারা উপস্থিত হতে থাকেন। পতিদার নেতা হার্দিক প্যাটেল থেকে শুরু করে কংগ্রেস নেতা ওমর আব্দুল্লা
Saturday, 19 January 2019
.png)
মানুষের বিচার চেয়ে ব্রিগেড উপস্থিত মানুষের মন জয় করলেন জীগনেশ মেবানি
রাজ্য
loading...
No comments:
Post a Comment