ওয়েব ডেস্ক ৫ই জানুয়ারি ২০১৯: উন্নয়নকে কেউ যদি হাতিয়ার করে এগিয়ে যায় তাহলে বিপক্ষের লোকেরাও কুর্নিশ জানাতে বাধ্য ৷ ঠিক সেরকম ঘটনাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ঘটে গেল বলে অনেকেরই ধারণা ৷ প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নকে সামনে রেখে এগিয়ে চলেছে তার জন্য কোনো প্রশংসাই জত্যেস্ত নয় ৷এবার স্বয়ং দূত পাঠালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷প্রসঙ্গত যোগী রাজ্য থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কুম্ভমেলার আমন্ত্রণ নিয়ে বাংলায় আসেন বাঘেল।
গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূত হিসেবে নবান্নে যান বাঘেল।১৫ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা।চলবে ৪ঠা মার্চ পর্যন্ত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর ও কুম্ভমেলা নিয়ে মোদী সরকারকে নিশানা করেন। তিনি বলেন, কুম্ভকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়, গঙ্গাসাগরকে দেওয়া হয় না। মুড়িগঙ্গা নদীর উরর সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম কেন্দ্রকে। তা কর্ণপাতও করেনি মোদী সরাকর। এমনকী সেজন্য তাজপুর বন্দরের ৭৪ শতাংশ স্বত্ত্ব কেন্দ্রকে ছে়ড়েও দিয়েছিল রাজ্য। তারপরও সেতু হয়নি। সেই ক্ষোভের পর সৌজন্য দেখিয়ে মুখ্যমন্ত্রীকে বিজেপি সরকারের আমন্ত্রণ তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর উন্নয়ন মুখী পদক্ষেপ সবার কানে গেলেও যোগী আদিত্যনাথের কানে যাবেনা এমনতো নয়, তার কানেও গেছে , তবে বিজেপির বিরুদ্ধে এতো তোপ দাগের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ একটা জিনিসেই বোঝায়, মমতা ছাড়া গতি নেই ।
গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দূত হিসেবে নবান্নে যান বাঘেল।১৫ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে কুম্ভমেলা।চলবে ৪ঠা মার্চ পর্যন্ত। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর ও কুম্ভমেলা নিয়ে মোদী সরকারকে নিশানা করেন। তিনি বলেন, কুম্ভকে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়, গঙ্গাসাগরকে দেওয়া হয় না। মুড়িগঙ্গা নদীর উরর সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিলাম কেন্দ্রকে। তা কর্ণপাতও করেনি মোদী সরাকর। এমনকী সেজন্য তাজপুর বন্দরের ৭৪ শতাংশ স্বত্ত্ব কেন্দ্রকে ছে়ড়েও দিয়েছিল রাজ্য। তারপরও সেতু হয়নি। সেই ক্ষোভের পর সৌজন্য দেখিয়ে মুখ্যমন্ত্রীকে বিজেপি সরকারের আমন্ত্রণ তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রীর উন্নয়ন মুখী পদক্ষেপ সবার কানে গেলেও যোগী আদিত্যনাথের কানে যাবেনা এমনতো নয়, তার কানেও গেছে , তবে বিজেপির বিরুদ্ধে এতো তোপ দাগের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ একটা জিনিসেই বোঝায়, মমতা ছাড়া গতি নেই ।
No comments:
Post a comment