Thursday, 24 January 2019

এবার বিচারপতি এ কে সিক্রিও নিজেকে, সিবিআই-এর মামলার থেকে সরিয়ে নিলেন

ওয়েব ডেস্ক ২৪ শে জানুয়ারি ২০১৯:দেশের নামকরা তদন্তকারী  সংস্থা সিবিআই কে এমন একটা পরিস্তিতির মধ্যে দাঁড় করিয়েছে বর্তমান বিজেপি সরকার , যে বিচারপতি পর্যন্ত এই মামলার  থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে ।ব্যাপারটা যে দিকে যাচ্ছে , সেরকম না মনে হওয়ার কারণ কিছুইনেই ।প্রসঙ্গত  অন্তর্বর্তী সিবিআই প্রধান এম নাগেশ্বর রাওয়ের নিয়োগ নিয়ে দাখিল করা পিটিশনের শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিক্রি।

এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কারণ তখন তিনি উচ্চক্ষমতাসম্পন্ন নিয়োগ কমিটিতে ছিলেন। তারপর সেখান থেকেও নিজেকে সরিয়ে নেন প্রধান বিচারপতি। নিজেকে সরিয়ে নিয়ে সেখানে অন্তর্ভূক্ত করে দেন বিচারপতি একে সিক্রিকে। সিবিআই অধিকর্তা অলোক বর্মাকে সরিয়ে সেখানে নিয়ে আসা হয়েছিল এম নাগেশ্বর রাওকে। দ্বিতীয়বারও তাঁকে নিয়ে আসা হয়। এই বিষয়ে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করে একটি স্বেচ্ছাসেবি সংস্থা। তাঁদের আইনজীবী দুষন্ত দাভে বলেন, ‘‌বিচারপতি সিক্রি নিজেকে সরিয়ে নেওয়ায় ভুল বার্তা যাবে। যদি আমরা গতকালই এটা জানতে পারতাম তাহলে প্রধান বিচারপতিকে আজকের বিষয়ে জিজ্ঞাসা করতে পারতাম। এটার মানে দাঁড়ায় মামলা শুনানিট আপনি শুনতে চাইছেন না। অলোক বর্মার অপসারণের সময় শুনলেন, আর নতুন নিয়োগের সময় শুনছেন না।’‌ 

No comments:

Post a Comment

loading...