Thursday, 10 January 2019

এবার খোলাখুলি শিবসেনা নেতা রামদাস কদম বিজেপিকে কবর দেওয়ার কথা বললেন

ওয়েব ডেস্ক ১০ই  জানুয়ারি ২০১৯:যতই সময় এগোচ্ছে লোকসভা নির্বাচনের দিকে ততই বিজেপি সঙ্গে তাদের শরিকদের সম্পর্কের অবনতি হচ্ছে এবার সাংবাদিকদের সামনে বিজেপিকে 'কবর' দেওয়ার কথা বললো বিজেপির জোটসঙ্গী শিবসেনা।

কিছু দিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহ শিবসেনাকে হুমকির সুরে বলেছিলেন কেউ যদি আমাদের সাথে জোট করে, বিজেপি তার জয় নিশ্চিত করবে। কিন্তু বিরোধিতা করলে, আগামী নির্বাচনে বিজেপি তার পুরনো জোটসঙ্গীকে শেষ করে দেবে। এরই উত্তরে শিবসেনা নেতা রামদাস কদম বিজেপিকে কবর দেওয়ার কথা বলেছেন। আগামী লোকসভা লড়াইটা যে বিজেপির অনুকূলে হবেনা সেটা এখনই বলে দেওয়া যায়।

No comments:

Post a Comment

loading...