Tuesday, 8 January 2019

পুজোর উদ্দেশ্যে খাওয়ার অনুষ্ঠান , আর তার সাথে মদ বিলি করে শিরোনামে উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক, বাহঃ

ওয়েব ডেস্ক ৮ই  জানুয়ারি ২০১৯:এই না হলে বিজেপি বিধায়ক , ঠাকুরের ভক্ত বলে কথা, আর মদ থাকবেনা এটা তো হতে পারেনা , তাই যা হওয়ার তাই হয়েছে , দল কে অস্বস্তিতে ফেলে দেশবাসী কে মনে করালেন তিনি উত্তর প্রদেশের বিধায়ক বাহঃ । এটা যে যোগীর রাজ্যেই ঘটতে পারে সেটাও প্রমান করলেন । প্রসঙ্গত উত্তরপ্রদেশের হরদই, সেখানকার স্থানীয় শ্রাবণাদেবী মন্দিরে গত কয়েক দিন ধরেই চলছে মেলা, পূজাপাঠ এবং আরও নানা অনুষ্ঠান।
 আশেপাশের গ্রামের মানুষেরাও এই অনুষ্ঠানে যোগ দেন। এবারে পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক নিতিন আগরওয়াল। স্বভাবতই খোদ বিধায়ক মশাই দায়িত্বে থাকায় বেশ আড়ম্বরের সঙ্গে পালিত হল এবার। সেই আড়ম্বরের পরিণতি অবশ্য খুব ভালো হল না। ব্যাপারটা হল এই যে , দুপুরের দিকে মূল অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সবাইকে যার যার নিজের খাবারের প্যাকেট সংগ্রহ করে নিতে ঘোষণা করছিলেন বিধায়ক নিজেই।উপস্থিত ভক্তরা খাবারের প্যাকেট সংগ্রহ করে নেওয়ার পর খুলতেই দেখতে পান, পুরি এবং সবজির সঙ্গে প্রতি প্যাকেটে সযত্নে রাখা আছে একটি করে মদের বোতল। এই প্যাকেট দেওয়া হয়েছিল উপস্থিত শিশুদেরও। এইরকম একটা পরিস্থিতিতে ড্যামেজ কন্ট্রোল করে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি , কারণ ততক্ষণে খাবারের প্যাকেটের ছবি চলে গিয়েছে সংবাদ মাধ্যমের কাছে। খুব জানতে ইচ্ছে করে কি ভিত্তিতে বিজেপি এদের টিকিট দিয়েছিল ?

No comments:

Post a Comment

loading...