ওয়েব ডেস্ক ২৫শে জানুয়ারি ২০১৯: ভারতীয় রাজনীতি কখনো যায়নি সিবিআই এর আধিকারিকরা প্রকাশ্যে একে অন্যের বিরুদ্ধে তোপ দাগছেন । কিন্তু এই বিজেপি সরকারে আমলে দেশের মানুষ সেই লজ্জাজনক ব্যাপারেরও সাক্ষী থেকেছে । কলকাতার ব্রিগেড থেকে বিজেপির ওপর সব বিরধী রাজনৈতিক ব্যক্তিত্ব তোপ দেগেছিলেন ।এবার সিবিআইয়ের বিরুদ্ধে তোপ দাগলেন মমতাও ।প্রসঙ্গত শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ‘শরিক' হল সিবিআই। তাঁর কথায়, সারা দেশজুড়ে বিজেপি সিবিআইকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে অপদস্থ করার খেলায় নেমেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির পূর্ণ সময়ের অধিকর্তার খালি পদটির উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, সিবিআই হল ‘মুণ্ডহীন' এবং ওরাও বিজেপির মতো ‘মেরুদণ্ডহীন' হয়ে পড়েছে। তিনি উষ্মাপ্রকাশ করে বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র তো চলছেই। আপনারা তো সবই দেখতে পারছেন! বিজেপি এবং ওদের ‘শরিক', যাদের মধ্যে সরকারি সংস্থাও রয়েছে, তারা মিলে কীভাবে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সব জায়গায় বিরোধীদের হেনস্তা করার খেলায় মেতেছে”।তিনি সংশয় প্রকাশ করেন যে, গেরুয়া শিবির এই কাজগুলো করছে ‘ভয়' থেকে। কারণ, ওরা জানে যে, ওদের হাতে আর বেশি সময় নেই। তাই শেষমুহূর্তে যেভাবেই হোক অপদস্থ করে যাও। “অখিলেশ যাদব থেকে শুরু করে মায়াবতীজি, কেউ এদের হাত থেকে রক্ষা পায়নি। সবাইকে অপদস্থ করে চলেছে ওরা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- সর্বত্র। ওরা কি ভয় পেয়েছে? ওরা কি মরিয়া হয়ে গিয়েছে? একটা মুণ্ডহীন সরকারি সংস্থাকে ছলে-বলে-কৌশলে মেরুদণ্ডহীন বিজেপি বানিয়ে ফেলেছে”, বলেন মমতা। বিদ্যজনেদের একাংশের অভিমত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন , প্রতিটি ধ্ৰুৱ সত্যি । কেন্দ্র যেভাবে সি বি আই কে কালিমালিপ্ত করেছে সে আর বলার নয় ।
তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ ‘শরিক' হল সিবিআই। তাঁর কথায়, সারা দেশজুড়ে বিজেপি সিবিআইকে ব্যবহার করে বিরোধী দলগুলিকে অপদস্থ করার খেলায় নেমেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির পূর্ণ সময়ের অধিকর্তার খালি পদটির উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, সিবিআই হল ‘মুণ্ডহীন' এবং ওরাও বিজেপির মতো ‘মেরুদণ্ডহীন' হয়ে পড়েছে। তিনি উষ্মাপ্রকাশ করে বলেন, “রাজনৈতিক ষড়যন্ত্র তো চলছেই। আপনারা তো সবই দেখতে পারছেন! বিজেপি এবং ওদের ‘শরিক', যাদের মধ্যে সরকারি সংস্থাও রয়েছে, তারা মিলে কীভাবে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত সব জায়গায় বিরোধীদের হেনস্তা করার খেলায় মেতেছে”।তিনি সংশয় প্রকাশ করেন যে, গেরুয়া শিবির এই কাজগুলো করছে ‘ভয়' থেকে। কারণ, ওরা জানে যে, ওদের হাতে আর বেশি সময় নেই। তাই শেষমুহূর্তে যেভাবেই হোক অপদস্থ করে যাও। “অখিলেশ যাদব থেকে শুরু করে মায়াবতীজি, কেউ এদের হাত থেকে রক্ষা পায়নি। সবাইকে অপদস্থ করে চলেছে ওরা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- সর্বত্র। ওরা কি ভয় পেয়েছে? ওরা কি মরিয়া হয়ে গিয়েছে? একটা মুণ্ডহীন সরকারি সংস্থাকে ছলে-বলে-কৌশলে মেরুদণ্ডহীন বিজেপি বানিয়ে ফেলেছে”, বলেন মমতা। বিদ্যজনেদের একাংশের অভিমত মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন , প্রতিটি ধ্ৰুৱ সত্যি । কেন্দ্র যেভাবে সি বি আই কে কালিমালিপ্ত করেছে সে আর বলার নয় ।
No comments:
Post a Comment