ওয়েব ডেস্ক ২৫শে জানুয়ারি ২০১৯: সোমবার জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ উদ্বোধনকালে কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।তিনি অভিযোগ করেন বিজেপি পার্টিবাজি ছাড়া কিছুই করেনা ।
তিনি বলেন, "আমরা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চটি সম্পন্ন করেছি । এটি উদ্বোধনের জন্য প্রস্তুত। কেন্দ্রীয় সরকারের কারণে এটি বিলম্বিত হচ্ছে । তারা কাজ করে না, শুধু রাজনীতিতে তাদের মনযোগ । এটি নতুন নয়।" ।মুখ্যমন্ত্রী ব্যানার্জী রাজ্যের জনগণকে তার তৃণমূল সরকারের ওপর আস্থা রাখতে আহ্বান জানান ।তিনি বলেন, "আমি দার্জিলিং শান্তিপূর্ণ দেখতে চাই। পাহাড়ের সকল উন্নয়নমূলক সমস্যা সমাধান করব। কোন প্রয়োজন মেটাতে কেন্দ্রের দিকে তাকানোর দরকার নেই"।"আমরা প্রয়োজনীয় কাজ করবো। দিল্লির প্রত্যাশা দরকার নেই", তিনি বলেন।তিনি বলেন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে মালদা, বালুরহাট ও ঝাড়গ্রামে প্রস্তাবিত বিমানবন্দরে টিমসি সরকার কাজ চালিয়ে যাবে।
তিনি বলেন, "আমরা কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চটি সম্পন্ন করেছি । এটি উদ্বোধনের জন্য প্রস্তুত। কেন্দ্রীয় সরকারের কারণে এটি বিলম্বিত হচ্ছে । তারা কাজ করে না, শুধু রাজনীতিতে তাদের মনযোগ । এটি নতুন নয়।" ।মুখ্যমন্ত্রী ব্যানার্জী রাজ্যের জনগণকে তার তৃণমূল সরকারের ওপর আস্থা রাখতে আহ্বান জানান ।তিনি বলেন, "আমি দার্জিলিং শান্তিপূর্ণ দেখতে চাই। পাহাড়ের সকল উন্নয়নমূলক সমস্যা সমাধান করব। কোন প্রয়োজন মেটাতে কেন্দ্রের দিকে তাকানোর দরকার নেই"।"আমরা প্রয়োজনীয় কাজ করবো। দিল্লির প্রত্যাশা দরকার নেই", তিনি বলেন।তিনি বলেন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে মালদা, বালুরহাট ও ঝাড়গ্রামে প্রস্তাবিত বিমানবন্দরে টিমসি সরকার কাজ চালিয়ে যাবে।
No comments:
Post a comment