ওয়েব ডেস্ক ২৮শে জানুয়ারি ২০১৯: গতবছর থেকেই জল্পনা ছিল। এবার তা সত্যি হল। কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদহের দাপুটে কংগ্রেস নেত্রী তথা গনিখান চৌধুরীর পরিবারের সদস্য মৌসম বেনজির নূর।জোট রাজনীতির অঙ্কটাও পাল্টে গেল।সোমবারই তিনি সরকারিভাবে যোগ দেন তৃণমূলে। সূত্রের খবর, মালদা উত্তর থেকেই তাঁকে ভোটে দাঁড় করাতে পারেন মমতা ব্যানার্জি। এই প্রথম কোনও কংগ্রেস সাংসদ যোগ দিলেন তূণমূলে। মৌসম বেনজির নূর যে দল ছাড়বেন সে ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হারের আশঙ্কা থেকেই লোকসভা ভোটের আগে দল বদলে ফেললেন মৌসম বেনজির নুর। নবান্নে এদিন তৃণমূলের তরফে জানানো হয়, মৌসম নূর উত্তরবঙ্গে তৃণমূলের সভায় যোগ দিতে পারেন। তৃণমূলে যোগ দিয়ে মৌসম নূর জানান, ‘২০১৭ সালে বন্যার সময় যেভাবে রাজ্য সরকার দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল, তাতে রাজ্য সরকার ও তৃণমূলের উপর মালদার মানুষের আস্থা অনেকটাই বেড়েছে।মালদার শ্রমিক আফরাজুলের মৃত্যুর পরও যেভাবে মমতা ব্যানার্জি প্রতিবাদের স্বর তুলেছিলেন, যাতে দেশ জুড়ে ঝড় উঠেছিল। সব মিলিয়ে সাধারণ মানুষ আরও এগিয়ে এসেছেন তৃণমূলের পাশে। তাই আমি, মমতা ব্যানার্জির নেতৃত্বে মালদার মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছে দিতে চাইছি, কাজ করতে চাইছি।’কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধে লড়তে তৃণমূল কংগ্রেসই যে আসল মঞ্চ তা মৌসম জানিয়ে দিয়েছেন। মালদহে বাম ও তৃণমূল জমানার রমরমার মধ্যেও গনিখান পরিবারের লোকেরা যে আসনগুলিতে লড়েছেন সেখানে বরাবরই জয় পেয়েছেন। মৌসমও তার ব্যতিক্রম নন। এই কেন্দ্র থেকে দুবার জিতেছেন তিনি। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলের ব্যানারে লড়বেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, হারের আশঙ্কা থেকেই লোকসভা ভোটের আগে দল বদলে ফেললেন মৌসম বেনজির নুর। নবান্নে এদিন তৃণমূলের তরফে জানানো হয়, মৌসম নূর উত্তরবঙ্গে তৃণমূলের সভায় যোগ দিতে পারেন। তৃণমূলে যোগ দিয়ে মৌসম নূর জানান, ‘২০১৭ সালে বন্যার সময় যেভাবে রাজ্য সরকার দুর্গতদের পাশে দাঁড়িয়েছিল, তাতে রাজ্য সরকার ও তৃণমূলের উপর মালদার মানুষের আস্থা অনেকটাই বেড়েছে।মালদার শ্রমিক আফরাজুলের মৃত্যুর পরও যেভাবে মমতা ব্যানার্জি প্রতিবাদের স্বর তুলেছিলেন, যাতে দেশ জুড়ে ঝড় উঠেছিল। সব মিলিয়ে সাধারণ মানুষ আরও এগিয়ে এসেছেন তৃণমূলের পাশে। তাই আমি, মমতা ব্যানার্জির নেতৃত্বে মালদার মানুষের কাছে আরও উন্নয়ন পৌঁছে দিতে চাইছি, কাজ করতে চাইছি।’কংগ্রেস নয়, বিজেপির বিরুদ্ধে লড়তে তৃণমূল কংগ্রেসই যে আসল মঞ্চ তা মৌসম জানিয়ে দিয়েছেন। মালদহে বাম ও তৃণমূল জমানার রমরমার মধ্যেও গনিখান পরিবারের লোকেরা যে আসনগুলিতে লড়েছেন সেখানে বরাবরই জয় পেয়েছেন। মৌসমও তার ব্যতিক্রম নন। এই কেন্দ্র থেকে দুবার জিতেছেন তিনি। এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলের ব্যানারে লড়বেন তিনি।
No comments:
Post a comment