ওয়েব
ডেস্ক ১৩ই জানুয়ারি
২০১৯: এবার নরেন্দ্র মোদিকে একহাত নিলেন দক্ষিণের নামি অভিনেতা প্রকাশ রাজ। তার কথায় আর্থিক
অসচ্ছলউচ্চবর্ণের মানুষের জন্য ১০% সংরক্ষণ বিল আর কিছুই নয়,
ভোটের আগে মোদী সরকারের আরেকটি জুমলা(চমক)।
সম্প্রতি তিনি নির্বাচনে লড়াইয়ের কথাও ঘোষণা করেছেন। বেঙ্গালুরুর কোন একটি কেন্দ্র থেকে লড়বেন তিনি। ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী
জন সাধারণকে যা বলেছেন তার
কিছুই করেননি,১০% সংরক্ষণও সেগুলির মতো আরেকটা বলে মন্তব্য করেন তিনি। এত বছরে তিনি
দেশের কোটি কোটি যুবাদের জন্য কোনও কর্ম সংস্থান করতে পারেননি সেরকই উচ্চবর্ণের পিছিয়ে পরা মানুষের জন্য এই পদক্ষেপটাও একটা
চমক মাত্র। অযোধ্যার ওপরে এক চিত্র প্রদর্শনীর
উদ্বোধন করতে এসে তিনি এও বলেন যে
অযোধ্যার কোনও উন্নতি হয়নি কারণ বিজেপির নেতারা রাম মন্দির নিয়ে বেশী ব্যস্ত। তিনি ভোটে জিতলে মানুষের জন্য কি করবেন সেটা
অবশ্য খোলসা করে বলেননি ।
বিদ্যজনেদের একাংশের অভিমত , দেখা যাক কথাকার জল কোথায় গিয়ে
দাঁড়ায় ।
No comments:
Post a Comment