Wednesday, 2 January 2019

ভগবান শিব মনোবাঞ্ছা পূরণ করেছেন , ঘটা করে পুজো দিলেন মুসলিম মন্ত্রী

ওয়েব ডেস্ক ২রা  জানুয়ারি ২০১৯:বিজেপিকে হারিয়ে শিবমন্দিরে পুজো দিলেন রাজস্থানের অশোক গেহলট সরকারের এক মুসলিম মন্ত্রী। অবিশাস্য মনে হলেও সেটাই চরম সত্যি ।চিরকালই তার ধীর বিশ্বাস ছিল ভগবান শিবের  কাছে মন থেকে প্রার্থনা করলে ভগবান কাউকে খালি হাতে কাউকে ফেরাননা ।তাই নিয়মিত পোখরানের এক শিব মন্দিরে পুজো দিয়ে আসছিলেন  সালেহ মহম্মদ।  এবার জেতার পর ঘটে করেই পুজো দিলেন ।

 প্রসঙ্গত মৌলবি গাজি ফকিরের পুত্র সালেহ মহম্মদ রাজস্থানের নয়া মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার সদস্য। সম্প্রতি বিজেপিকে হারিয়ে সে রাজ্যে ক্ষমতায় এসেছে কংগ্রেস। মন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথমবার জয়সলমেরের পোখরানের একটি শিব মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সালেহ মহম্মদ। তাঁর পুজো দেওয়ার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে মন্দিরের পুরোহিত মধু ছাঙ্গানি জানাচ্ছেন, এই প্রথমবার নয়, এর আগেও এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। রবিবার মন্দিরে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা ধরে শিবের বিশেষ পুজো করান মন্ত্রীমশাই। হিন্দুদের পুজোর রীতি-নীতি মেনে শিবলিঙ্গে মধু ও দুধও ঢালেন। নির্বাচনে সাফল্য  পাওয়াতেই এই পুজো বলে মনে করছেন অনেকে।সালেহ মহম্মদ বলছেন, রাজস্থানের পশ্চিমাঞ্চলে সম্প্রীতির ছবিটা ঠিক একরমই। এখানকার হিন্দু-মুসলিম, দুই সম্প্রদায়ের মানুষই বাবা রামদেবের (স্থানীয় দেবতা) পুজো করেন। তাঁর চমৎকারের উপর আস্থা রাখেন। মন্দিরে পুজো দেওয়া প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্য, ব্যক্তিগত বিশ্বাস এবং ভক্তি থেকেই শিবের পুজো করেন তিনি।এটাই আসল ভারত , যেখানে ধর্ম যার যার ঈশ্বর সবার ।

No comments:

Post a Comment

loading...