ওয়েব ডেস্ক ২১শে জানুয়ারি ২০১৯: মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে গত শনিবার ব্রিগেডে এসে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধোনা করলেন ।মোদীজিকে প্রচারের প্রধানমন্ত্রী বলে অভিভূত করে তিনি বলেন দেশের দরকার 'কাজের প্রধানমন্ত্রী ' প্রচারের নয় । তিনি এমনও বলেন, দেশের সাথে প্রধানমন্ত্রী বিশ্বাসঘাতকতা করেছেন ।
তার কথায় বিজেপি সরকারে আসবার আগে বলেছিল জনস্বাস্থ্যের ওপর সচেতনতা , কালো টাকা ফেরত , স্মার্ট সিটি তৈরী , এবং বছরে ২ কোটি বেকারকে চাকরি দেবে , কিন্তু আদতে তারা কিছুই করেনি তাই এরকম সরকার আর দরকার নেই বলে তিনি জানান । তিনি আরো জানান বিজেপি স্বপ্ন দেখিয়েছিল কৃষকদের রোজগার দ্বিগুন হবে কিন্তু কেন্দ্রের ভুল পদক্ষেপের জন্য তারা আরও বেশি করে দারিদ্র সীমার নিচে চলে গেছে । রাফায়েল চুক্তি নিয়েও চন্দ্রবাবুনাইডু বলেন , সর্বোচ্চ আদালতে তারা ইচ্ছা কৃত ভাবেই ভুল এফিডেভিড দাখিল করে নিজেদের কার্য্য সিদ্ধির জন্য ।
তার কথায় বিজেপি সরকারে আসবার আগে বলেছিল জনস্বাস্থ্যের ওপর সচেতনতা , কালো টাকা ফেরত , স্মার্ট সিটি তৈরী , এবং বছরে ২ কোটি বেকারকে চাকরি দেবে , কিন্তু আদতে তারা কিছুই করেনি তাই এরকম সরকার আর দরকার নেই বলে তিনি জানান । তিনি আরো জানান বিজেপি স্বপ্ন দেখিয়েছিল কৃষকদের রোজগার দ্বিগুন হবে কিন্তু কেন্দ্রের ভুল পদক্ষেপের জন্য তারা আরও বেশি করে দারিদ্র সীমার নিচে চলে গেছে । রাফায়েল চুক্তি নিয়েও চন্দ্রবাবুনাইডু বলেন , সর্বোচ্চ আদালতে তারা ইচ্ছা কৃত ভাবেই ভুল এফিডেভিড দাখিল করে নিজেদের কার্য্য সিদ্ধির জন্য ।
No comments:
Post a comment