ওয়েব ডেস্ক ২রা জানুয়ারি ২০১৯:নাম বদল করলেই কি কোনো শহরের মানুষের জীবন যাপন উন্নতর হয় ? না তারা তাদের দৈনন্দিন জীবনে চলা অর্থাভাবের থেকে মুক্তি পান ?দুটো ক্ষেত্রেই উত্তরটা 'না'ই হয় ।নাম বদল না করে মানুষের রোজগারের ব্যাপারটা সুনিশ্চিন্ত করাটাই একটা সরকারের প্রধান কাজ ।অন্তত সেটা করতে পারলেই আগামী নির্বাচনে আর পেছন ফিরে তাকাতে হয়না সরকার চালানো কোনো রাজনৈতিক দলকে ।
কিন্তু এই কাজটাই তো করছেননা যোগী আদিত্যনাথ , কিন্তু কি সুন্দর এলাহাবাদের নাম প্রয়াগরাজে বদলে দিলেন ।প্রসঙ্গত যোগী আদিত্যনাথের নেতৃত্বাদীন সরকারকে, ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম ‘প্রয়াগরাজ’ হিসাবে নামকরনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কুম্ভমেলা শুরুর দুই সপ্তাহ আগে নাম অনুমোদনের সিদ্ধান্ত সামনে এল। আগামী ১৫ জানুয়ারি থেকে এলাহাবাদে শুরু হবে কুম্ভমেলা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত সপ্তাহে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং উওর প্রদেশ সরকারকে এ বিষয়ে জানানো হয়েছে। লোকসভা ভোটের আগে এই ধরনের হিন্দুত্ববাদী সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে। এর আগেই বিরোধীরা যোগী আদিত্যনাথের নাম বদলের রাজনীতি নিয়ে সমালোচনায় সরব হয়েছিল।নেটিজেনদের একাংশের অভিমত , যোগী আদিত্যনাথ এসব না করে বরঞ্চ মানুষের কাজের বন্দোবস্ত করুক । দাবিটা কি খুব ভুল ?
কিন্তু এই কাজটাই তো করছেননা যোগী আদিত্যনাথ , কিন্তু কি সুন্দর এলাহাবাদের নাম প্রয়াগরাজে বদলে দিলেন ।প্রসঙ্গত যোগী আদিত্যনাথের নেতৃত্বাদীন সরকারকে, ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম ‘প্রয়াগরাজ’ হিসাবে নামকরনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। কুম্ভমেলা শুরুর দুই সপ্তাহ আগে নাম অনুমোদনের সিদ্ধান্ত সামনে এল। আগামী ১৫ জানুয়ারি থেকে এলাহাবাদে শুরু হবে কুম্ভমেলা।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত সপ্তাহে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং উওর প্রদেশ সরকারকে এ বিষয়ে জানানো হয়েছে। লোকসভা ভোটের আগে এই ধরনের হিন্দুত্ববাদী সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে। এর আগেই বিরোধীরা যোগী আদিত্যনাথের নাম বদলের রাজনীতি নিয়ে সমালোচনায় সরব হয়েছিল।নেটিজেনদের একাংশের অভিমত , যোগী আদিত্যনাথ এসব না করে বরঞ্চ মানুষের কাজের বন্দোবস্ত করুক । দাবিটা কি খুব ভুল ?
No comments:
Post a Comment