ওয়েব ডেস্ক ৬ই জানুয়ারি ২০১৯: এবার এনডিএর শরিক দল বিজেপি হার নিশ্চিন্ত ভাবে দেখতে পারছে । সৌজন্যে বিহারের লোক জনশক্তি পার্টি । প্রসঙ্গত দলের সুপ্রিমো রামবিলাস পাসওয়ানের ছেলে তথা দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান চিরাগ পাসওয়ান বলেন, রামমন্দির এবং তিন তালাককে প্রধান ইস্যু করলে এনডিএ’র ভরাডুবি হতে পারে। কিন্তু চিরাগের এই মন্তব্য সতর্ক করার জন্য নাকি এই ইস্যুগুলিকে তাঁর দল সমর্থন করবে না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই বিষয়ে চিরাগ বলেন, ‘আমি মনে করি মন্দির কোনও অ্যাজেন্ডা হতে পারে না।
উন্নয়ন, কৃষক, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে। সম্প্রতি তিন রাজ্যের ফলাফল আসার পরেও একই কথা বলেছিলাম।’ এলজেপি’র পাশাপাশি নীতীশ কুমারের জেডি(ইউ) লোকসভা নির্বাচনে মন্দির ইস্যুকে মান্যতা দিতে চাইছে না। প্রবীণ জেডি(ইউ) নেতা কেসি ত্যাগির স্পষ্ট বার্তা, ‘তিন তালাক বা রামমন্দির আমাদের দলের অ্যাজেন্ডা নয়।’ লোকসভা নির্বাচনের আগে রামমন্দির ইস্যু বিজেপি’র কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আরএসএস সহ– হিন্দুত্ববাদী সংগঠনগুলি চাইছে আদালতের রায়ের আশা না করেই অধ্যাদেশ আনুক কেন্দ্র। রামমন্দির তৈরির জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে কেন্দ্র। উল্টোদিকে এনডিএ’র অন্যতম দুই শরিক দল এলজেপি এবং জেডি(ইউ) উল্টো পথে হাঁটতে শুরু করেছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বলেছেন, সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত রামমন্দির ইস্যু নিয়ে কোনও পদক্ষেপ করবে না তাঁর সরকার। মোদী নিজেও হয়তো জানেন , রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনাটা মূর্খের মতো কাজ হবে , আর রাম মন্দির নিয়ে কোনো পদক্ষেপ যদি না নেয় তাহলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনরা ছেড়ে দেবে না , তাহলে ? শাঁখের করাত ।
উন্নয়ন, কৃষক, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিতে হবে। সম্প্রতি তিন রাজ্যের ফলাফল আসার পরেও একই কথা বলেছিলাম।’ এলজেপি’র পাশাপাশি নীতীশ কুমারের জেডি(ইউ) লোকসভা নির্বাচনে মন্দির ইস্যুকে মান্যতা দিতে চাইছে না। প্রবীণ জেডি(ইউ) নেতা কেসি ত্যাগির স্পষ্ট বার্তা, ‘তিন তালাক বা রামমন্দির আমাদের দলের অ্যাজেন্ডা নয়।’ লোকসভা নির্বাচনের আগে রামমন্দির ইস্যু বিজেপি’র কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আরএসএস সহ– হিন্দুত্ববাদী সংগঠনগুলি চাইছে আদালতের রায়ের আশা না করেই অধ্যাদেশ আনুক কেন্দ্র। রামমন্দির তৈরির জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছে কেন্দ্র। উল্টোদিকে এনডিএ’র অন্যতম দুই শরিক দল এলজেপি এবং জেডি(ইউ) উল্টো পথে হাঁটতে শুরু করেছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বলেছেন, সুপ্রিম কোর্টের রায় না আসা পর্যন্ত রামমন্দির ইস্যু নিয়ে কোনও পদক্ষেপ করবে না তাঁর সরকার। মোদী নিজেও হয়তো জানেন , রাম মন্দির নিয়ে অর্ডিন্যান্স আনাটা মূর্খের মতো কাজ হবে , আর রাম মন্দির নিয়ে কোনো পদক্ষেপ যদি না নেয় তাহলে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনরা ছেড়ে দেবে না , তাহলে ? শাঁখের করাত ।
No comments:
Post a comment