ওয়েব ডেস্ক ৮ই জানুয়ারি ২০১৯:রাজনীতিতে আসলে মানুষ কি এতটাই স্বার্থপর হয়ে যায় যে নিজের রক্তের সম্পর্ককেও অস্বীকার করে ? যদি ভাবেন অসম্ভব তাহলে যোগীর ছোট দিদির কথা শুনে আপনা ভুল ভেঙে যাবে ।প্রসঙ্গত ,উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আসল নাম অজয় সিং বিষ্ট। ছোটবেলায় সংসার ত্যাগ করেন।
সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় যোগী আদিত্যনাথ। যোগীরা সাত ভাই বোন। সবচেয়ে ছোট বোন ছিল শশী দেবী। যোগী ছিল তাঁর খুব আদরের ভাই।কিন্তু তাঁর এই দিদি এমন কথা বললেন যে, শুনে মাথা তাঁর হেঁট হয়ে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যোগী আদিত্যনাথ চান না যে কেউ জানুক যে তিনি (শশী) তাঁর ছোট দিদি। তাই তিনি একটা বস্তিতে পরিবারের সাথে বাস করেন। শশী দেবী আরও বলেন, যোগীকে নিজের ভাই বলতে লজ্জা করে।কিন্তু যখন থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন থেকে তাঁদের সম্পর্ককে অস্বীকার করেন। এক মন্দিরের বাইরে প্রসাদ আর ফুল বিক্রি করে পেট চালায়।আর এদিকে বিজেপি বুলি আওড়াচ্ছে "সব কা সাথ, সব কা বিকাশ "
সন্ন্যাস গ্রহণের পর তাঁর নাম হয় যোগী আদিত্যনাথ। যোগীরা সাত ভাই বোন। সবচেয়ে ছোট বোন ছিল শশী দেবী। যোগী ছিল তাঁর খুব আদরের ভাই।কিন্তু তাঁর এই দিদি এমন কথা বললেন যে, শুনে মাথা তাঁর হেঁট হয়ে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যোগী আদিত্যনাথ চান না যে কেউ জানুক যে তিনি (শশী) তাঁর ছোট দিদি। তাই তিনি একটা বস্তিতে পরিবারের সাথে বাস করেন। শশী দেবী আরও বলেন, যোগীকে নিজের ভাই বলতে লজ্জা করে।কিন্তু যখন থেকে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তখন থেকে তাঁদের সম্পর্ককে অস্বীকার করেন। এক মন্দিরের বাইরে প্রসাদ আর ফুল বিক্রি করে পেট চালায়।আর এদিকে বিজেপি বুলি আওড়াচ্ছে "সব কা সাথ, সব কা বিকাশ "
No comments:
Post a Comment