ওয়েব ডেস্ক ৬ই জানুয়ারি ২০১৯: আসামের মতো বিজেপি শাসিত রাজ্যে নরেন্দ্র মোদিকে বিক্ষোভের মুখে পরতে হল । এতটা বিক্ষোভের মুখে পরতে হবে হয়তো নরেন্দ্রেও মোদির অতি শুভানূধ্যায়ীও আশা করেনি ,যেখানে "গো ব্যাক" কথাটাও শুনতে হল , যেটা মারাত্মক অপমানের সমান ।প্রসঙ্গত প্রতিশ্রুতি পূরণের জবাব চাইতে এদিন মোদি ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন একাধিক সংগঠন এর মধ্যে অন্যতম ছিল হিন্দুস্তান পেপার কর্পোরেশনের শ্রমিক-কর্মচারী ও বিভিন্ন দল, সংগঠনের নেতৃত্ব নিয়ে গঠিত পেপারমিল ড্রাইভার অ্যাকশন কমিটি।
বিগত লোকসভা নির্বাচনে এসে মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি মতো কাগজকলগুলি চালু করেননি কেন? সে জবাব চাইতে অ্যাকশন কমিটি মোদি ঘেরাও করতে শুক্রবার সকাল থেকে মাঠে নেমে উত্তর করে তোলে গোটা বরাক উপত্যকা। শুক্রবার সকাল থেকে মাঠে নেমে উত্তাল করে তোলে গোটা বরাক উপত্যকা। এছাড়াও আরও কয়েকটি সংগঠন প্রতিশ্রুতি মতো ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে না দেওয়ায়, কাগজকল চালু না করায়, শিলচর শহর কে স্মার্ট সিটি ঘোষণা না করায়, মোদিকে ঘেরাও করতে মাঠে নামে। এই সংগঠনগুলির ঘেরাও কর্মসূচি আটকাতে পুলিশ ও বা আধা সামরিক বাহিনী নামায় বিজেপি সরকার। মোদির সভা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে শিলচর রেল স্টেশনে প্রতিবাদকারীরা ‘মোদি গো ব্যাক,প্রতারক প্রধানমন্ত্রী হায় হায়, বিজেপি সরকার হায় হায়’স্লোগান তুলে আকাশ-বাতাস মুখরিত করে তোলে।তবে পুলিশের ভূমিকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে , তারা যেভাবে বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করেছেন তাতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে ।এখানেই শেষ নয় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড ছিড়ে ফেলার ঘটনাও সামনে এসেছে ।
বিগত লোকসভা নির্বাচনে এসে মোদী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি মতো কাগজকলগুলি চালু করেননি কেন? সে জবাব চাইতে অ্যাকশন কমিটি মোদি ঘেরাও করতে শুক্রবার সকাল থেকে মাঠে নেমে উত্তর করে তোলে গোটা বরাক উপত্যকা। শুক্রবার সকাল থেকে মাঠে নেমে উত্তাল করে তোলে গোটা বরাক উপত্যকা। এছাড়াও আরও কয়েকটি সংগঠন প্রতিশ্রুতি মতো ডিটেনশন ক্যাম্প গুড়িয়ে না দেওয়ায়, কাগজকল চালু না করায়, শিলচর শহর কে স্মার্ট সিটি ঘোষণা না করায়, মোদিকে ঘেরাও করতে মাঠে নামে। এই সংগঠনগুলির ঘেরাও কর্মসূচি আটকাতে পুলিশ ও বা আধা সামরিক বাহিনী নামায় বিজেপি সরকার। মোদির সভা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে শিলচর রেল স্টেশনে প্রতিবাদকারীরা ‘মোদি গো ব্যাক,প্রতারক প্রধানমন্ত্রী হায় হায়, বিজেপি সরকার হায় হায়’স্লোগান তুলে আকাশ-বাতাস মুখরিত করে তোলে।তবে পুলিশের ভূমিকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে , তারা যেভাবে বিক্ষোভকারীদের ওপর লাঠি চার্জ করেছেন তাতে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েছে ।এখানেই শেষ নয় পুলিশের বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড ছিড়ে ফেলার ঘটনাও সামনে এসেছে ।
No comments:
Post a Comment