ওয়েব ডেস্ক ১৯ই জানুয়ারি ২০১৯:এরকম ব্রিগেড সভা কলকাতার বুকে বিগত সভাকেও যে ছাপিয়ে যাবে তা বিলক্ষণ টের পাওয়া গিয়েছিল কয়েক দিন আগে থেকেই , কিন্তু আজ জনজোয়ারে প্লাবিত হল । শুক্রবার থেকেই দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডে যোগদানকারীরা শহরে প্রবেশ করতে শুরু করেছেন । শনিবার সকালে সেই চিত্রই দেখা গেল ।আজ সকাল থেকে মূলত মিছিল ঢুকছে হাওড়া স্ট্র্যান্ড রোড, শিয়ালদহ এস এন ব্যানার্জি রোড, মৌলালি, খিদিরপুর হেস্টিংসও পার্ক সার্কাসের এ জে সি বোস রোড, হাজরা, ব্রেবোর্ন রোড ধরে।
পাশাপাশি জলপথেও প্রচুর মানুষ আসছেন ব্রিগেডে যোগদান করতে । তাই সকাল থেকেই বাংলার ভিড় করেছে ফেরিঘাটগুলোতেও ।কার্যত সকাল থেকেই শহরের বেশ কিছু জায়গায় যানযট তৈরি হয়েছে । বেলা যত বেড়েছে মিছিলের চাপ তত বাড়ছে । এদিকে যানযট নিয়ন্ত্রণে বিশেষ তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ । আপাতত শহরের কোনও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা হয়নি । তবে যেখানে যখন মিছিলের চাপ বেড়েছে সেখানে কিছুক্ষনের জন্য গাড়ি থামানো হচ্ছে । বা কোনও জায়গায় গাড়িগুলি অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । যাতে মিছিলের কারণে কোনও সমস্যা না হয় সেদিকেও বিশেষ নজর রাখছে ট্রাফিক পুলিশ সেই সূত্র ধরে সভায় বক্তিতা দিতে ওঠেন জীগনেশ মেবানি । তৃণমূলের ব্রিগেডের মঞ্চ থেকে রীতি মতো হুঙ্কার দিলেন জীগনেশ মেবানি। তিনি বলেন, ” মানুষ বিচার চায়, মোদির বিদায় চায়”। তিনি আরও বলেন,’সংবিধানের উপর বারবার আক্রমণ করা হয়েছে। কৃষক শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত।’এদিন সকাল থেকেই ব্রিগেড মঞ্চে দেশের বড় বড় নেতারা উপস্থিত হতে থাকেন। পতিদার নেতা হার্দিক প্যাটেল থেকে শুরু করে কংগ্রেস নেতা ওমর আব্দুল্লা
পাশাপাশি জলপথেও প্রচুর মানুষ আসছেন ব্রিগেডে যোগদান করতে । তাই সকাল থেকেই বাংলার ভিড় করেছে ফেরিঘাটগুলোতেও ।কার্যত সকাল থেকেই শহরের বেশ কিছু জায়গায় যানযট তৈরি হয়েছে । বেলা যত বেড়েছে মিছিলের চাপ তত বাড়ছে । এদিকে যানযট নিয়ন্ত্রণে বিশেষ তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ । আপাতত শহরের কোনও গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা হয়নি । তবে যেখানে যখন মিছিলের চাপ বেড়েছে সেখানে কিছুক্ষনের জন্য গাড়ি থামানো হচ্ছে । বা কোনও জায়গায় গাড়িগুলি অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । যাতে মিছিলের কারণে কোনও সমস্যা না হয় সেদিকেও বিশেষ নজর রাখছে ট্রাফিক পুলিশ সেই সূত্র ধরে সভায় বক্তিতা দিতে ওঠেন জীগনেশ মেবানি । তৃণমূলের ব্রিগেডের মঞ্চ থেকে রীতি মতো হুঙ্কার দিলেন জীগনেশ মেবানি। তিনি বলেন, ” মানুষ বিচার চায়, মোদির বিদায় চায়”। তিনি আরও বলেন,’সংবিধানের উপর বারবার আক্রমণ করা হয়েছে। কৃষক শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত।’এদিন সকাল থেকেই ব্রিগেড মঞ্চে দেশের বড় বড় নেতারা উপস্থিত হতে থাকেন। পতিদার নেতা হার্দিক প্যাটেল থেকে শুরু করে কংগ্রেস নেতা ওমর আব্দুল্লা
2 comments:
ETA Jana Kotha Key, Emon Agnikonnae Parents Etoboro Somabesh Koratay
Debasish Ganguli, Siliguri City, Bengal, Bharat
Post a comment