ওয়েব ডেস্ক ২৩শে জানুয়ারি ২০১৯: তরুপের তাসটা একেবারে উপযুক্ত সময় বার করল কংগ্রেস । যখন রাজনৈতিক মহলে উত্তরপ্রদেশের সব আসনে কংগ্রেসের প্রার্থী দেওয়ার ব্যাপারে গুঞ্জন শুরু হয়েছিল , ঠিক তখনই সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কাকে নামিয়ে অখিলেশ-মায়াবতীর বিরোধী জোটকে পুনরায় পরিকল্পনা করতে বাধ্য করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা । এই সিদ্ধান্ত আস্তিনের বড় তাস বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কারণ সোনিয়া তনয়া প্রিয়াঙ্কা সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন উত্তরপ্রদেশ পূর্বের সাধারণ সম্পাদক হিসাবে। যাকে এককথায় কংগ্রেসের মাস্টারস্ট্রোক বলা যায়।
বুধবার এই মাস্টারস্ট্রোকের পাশাপাশি কংগ্রেস আরও চমকে দিল উত্তরপ্রদেশ পশ্চিমে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সাধারণ সম্পাদক করে। একইসঙ্গে কেসি বেনুগোপালকে সাধারণ সম্পাদক (সংগঠন) করে দেওয়া হল। এদিন সব নামই ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ৪৭ বছরের প্রিয়াঙ্কা বরাবরই আমেঠি এবং রায়বরেলি কেন্দ্রে দাদা রাহুল ও মা সোনিয়ার হয়ে প্রচারে এসেছেন। এবার এলেন সক্রিয় রাজনীতিতে অন্য মেজাজে। যা বিজেপিকেও চাপে ফেলে দিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কংগ্রেসকে দুটি আসন ছেড়ে নিজেদের মধ্যে জোট করেছে অখিলেশ–মায়াবতীর দল। সেখানে সব আসনে প্রার্থী দেওয়া হবে আগেই ঘোষণা করেছিল কংগ্রেস। কিন্তু কিসের ভিত্তিতে রাহুল গান্ধী এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চলেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই বিশেষজ্ঞদের কার্যত জবাব দিয়ে জানিয়ে দেওয়া হল, পিকচার আভি বাকি হ্যায়। ফলে সমাজবাদী পার্টি–বহুজন সমাজবাদী পার্টিকে এখন ভাবতে হবে উত্তরপ্রদেশে নয়া সমীকরণ। দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, এবার রায়বরেলি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী আগেই রাহুলকে তার সর্বোচ্চ পদ ছেড়ে দিয়ে ছিলেন এবার আমেথি লোকসভা আসনটিও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেবেন বলে সূত্রের খবর ।
বুধবার এই মাস্টারস্ট্রোকের পাশাপাশি কংগ্রেস আরও চমকে দিল উত্তরপ্রদেশ পশ্চিমে জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সাধারণ সম্পাদক করে। একইসঙ্গে কেসি বেনুগোপালকে সাধারণ সম্পাদক (সংগঠন) করে দেওয়া হল। এদিন সব নামই ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ৪৭ বছরের প্রিয়াঙ্কা বরাবরই আমেঠি এবং রায়বরেলি কেন্দ্রে দাদা রাহুল ও মা সোনিয়ার হয়ে প্রচারে এসেছেন। এবার এলেন সক্রিয় রাজনীতিতে অন্য মেজাজে। যা বিজেপিকেও চাপে ফেলে দিল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, কংগ্রেসকে দুটি আসন ছেড়ে নিজেদের মধ্যে জোট করেছে অখিলেশ–মায়াবতীর দল। সেখানে সব আসনে প্রার্থী দেওয়া হবে আগেই ঘোষণা করেছিল কংগ্রেস। কিন্তু কিসের ভিত্তিতে রাহুল গান্ধী এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে চলেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেই বিশেষজ্ঞদের কার্যত জবাব দিয়ে জানিয়ে দেওয়া হল, পিকচার আভি বাকি হ্যায়। ফলে সমাজবাদী পার্টি–বহুজন সমাজবাদী পার্টিকে এখন ভাবতে হবে উত্তরপ্রদেশে নয়া সমীকরণ। দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা। সূত্রের খবর, এবার রায়বরেলি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। সোনিয়া গান্ধী আগেই রাহুলকে তার সর্বোচ্চ পদ ছেড়ে দিয়ে ছিলেন এবার আমেথি লোকসভা আসনটিও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেবেন বলে সূত্রের খবর ।
No comments:
Post a Comment