ওয়েব
ডেস্ক ১৮ই জানুয়ারি
২০১৯: রাহুল গান্ধী নিজে না আসলেও তিনি
মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকান্ডে তার পূর্ণ সায় যে রয়েছে তা
চিঠির মাধ্যমে পরিষ্কার করে দিলেন ।আগেই পাশে থাকার বার্তা দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে এই সমাবেশে পাঠিয়ে।
এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি
লিখে এই সমাবেশকে সমর্থন
করার কথা বলেছেন ।
সেখানে বাংলার
মুখ্যমন্ত্রীকে মমতাদি বলে সম্বোধন করেছেন কংগ্রেস সভাপতি। আর বিজেপি বিরোধী
সব আঞ্চলিক দলগুলিকে নিয়ে ব্রিগেডের সমাবেশকে ঐক্যবদ্ধ ভারত সমাবেশ বলে চিঠিতে উল্লেখ করেছেন। ফলে জাতীয় রাজনীতির অলিন্দে বাংলার মুখ্যমন্ত্রী যে এখন ‘কি
ফ্যাক্টর’ তা
এই চিঠির মাধ্যমে বুঝিয়েছেন রাহুল
গান্ধী। মুখ্যমন্ত্রীকে চিঠিতে কি লিখেছেন কংগ্রেস
সভাপতি? তিনি লিখেছেন, ‘মমতাদি, আপনি যেভাবে ভারতকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে
চলেছেন তাকে আমি পূর্ণ সমর্থন করি। আমার বিশ্বাস সব বিরোধী দলই
ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদ এবং উন্নয়ন দিয়ে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষতার স্তম্ভকে রক্ষা
করবে। যা বিজেপি ও
কেন্দ্রের মোদি সরকার ধ্বংস করে দিচ্ছে। লক্ষ লক্ষ ভারতীয় নাগরিককে বিভ্রান্ত করা হয়েছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। যার ফলে তাঁরা রেগে আছেন। এই শক্তি নতুন
আগামীর আশা নিয়ে আসবে। বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাচ্ছি এই ঐতিহাসিক সমাবেশে
অংশ নেওয়ার জন্য।’ রাজ্য কংগ্রেসের সাথে
মমতা বন্দ্যোপাধ্যায়ের যাই সম্পর্ক থাকুকনা কেন , সর্ব ভারতীয় কংগ্রেস মমতাকে যে পূর্ণ সমর্থন
করে সোমেন মিত্ররা বুঝতে পারছেন তো ?
No comments:
Post a Comment