ওয়েব ডেস্ক ১৩ই জানুয়ারি ২০১৯: দিল্লির মতো জায়গা যেখানে প্রধানমন্ত্রীর কার্য্যালয় রয়েছে সেখানেই যদি এরকম নক্কারজনক ঘটনা ঘটে তাহলে অন্য জায়গায় কি ঘটতে পারে সেটা সহজেই অনুমেয় । প্রসঙ্গত ,এক ধর্ষিতা কিশোরী জোর করে বিষ পান করানোর অভিযোগ উঠল বাইকআরোহী দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি দিল্লির দক্ষিণপশ্চিমাংশের দ্বারকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটেছিল। শনিবার একথা জানিয়েছে দ্বারকা থানার পুলিস বলেছে, নির্যাতিতা ১৭ বছরের ওই কিশোরী সন্ধ্যায় যখন সে টিউশন থেকে ফিরছিল, তখন বাইক আরোহী দুই যুবক তার পথ রোধ করে। তারপর তাকে শাসায় যদি অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে কিশোরী তার অভিযোগ প্রত্যাহার না করে তাহলে ফল ভুগতে হবে।
কিশোরী তাদের হুমকিকে পাত্তা না দেওয়ায় রাস্তার উপরই তাকে চেপে ধরে জোর করে বিষ পান করিয়ে চম্পট দেয়। অর্ধ অচেতন অবস্থায় কিশোরী কোনওক্রমে একটি অটোরিক্শ ধরে হাসপাতালে যায় এবং সেখানে চিকিৎসককে পুরো ঘটনা জানায়। হাসপাতাল থেকে দ্বারকা থানায় খবর দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন কিশোরী এখন বিপন্মুক্ত। শুক্রবার থানায় লিখিত অভিযোগ জানায় কিশোরী। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বাইকআরোহী ওই দুই দুষ্কৃতী অভিযুক্ত ধর্ষকের সঙ্গী। তারা মেয়েটিকে থানায় যাওয়া আটকাতেই এই পদক্ষেপ করেছিল। দুই পলাতক দুষ্কৃতীকে খুঁজছে পুলিস। পুলিস আরও জানিয়েছে, ২০১৮ সালে রানহোলা থানায় কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পায়। কিশোরীকে বিষ পান করানোর ঘটনাতে অভিযুক্ত ধর্ষক যুবককে জেরা করছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।মোদীজি দিল্লির মসনদে থাকতেই যদি এরকম অবস্থা হয়, তাহলে উত্তরপ্রদেশ , বিহারের মতো রাজ্যের কি অবস্থা !
কিশোরী তাদের হুমকিকে পাত্তা না দেওয়ায় রাস্তার উপরই তাকে চেপে ধরে জোর করে বিষ পান করিয়ে চম্পট দেয়। অর্ধ অচেতন অবস্থায় কিশোরী কোনওক্রমে একটি অটোরিক্শ ধরে হাসপাতালে যায় এবং সেখানে চিকিৎসককে পুরো ঘটনা জানায়। হাসপাতাল থেকে দ্বারকা থানায় খবর দেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন কিশোরী এখন বিপন্মুক্ত। শুক্রবার থানায় লিখিত অভিযোগ জানায় কিশোরী। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বাইকআরোহী ওই দুই দুষ্কৃতী অভিযুক্ত ধর্ষকের সঙ্গী। তারা মেয়েটিকে থানায় যাওয়া আটকাতেই এই পদক্ষেপ করেছিল। দুই পলাতক দুষ্কৃতীকে খুঁজছে পুলিস। পুলিস আরও জানিয়েছে, ২০১৮ সালে রানহোলা থানায় কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার হলেও পরে জামিনে মুক্তি পায়। কিশোরীকে বিষ পান করানোর ঘটনাতে অভিযুক্ত ধর্ষক যুবককে জেরা করছে পুলিস। তদন্ত শুরু হয়েছে।মোদীজি দিল্লির মসনদে থাকতেই যদি এরকম অবস্থা হয়, তাহলে উত্তরপ্রদেশ , বিহারের মতো রাজ্যের কি অবস্থা !
No comments:
Post a comment