Tuesday, 1 January 2019

উন্নয়নের প্রতি যোগীর উদাসীনতা দেখে ক্ষোভে ফেটে পড়লেন যোগীর এক সময়কার সহচরী

 ওয়েব ডেস্ক ১লা জানুয়ারি ২০১৯: কথায় আছে বাপেরও বাপ আছে ।এতদিন কতনা স্বৈরাচারী শাসনের নমুনা দেখিয়েছেন যোগী আদিত্যনাথ , এবার তাকে সরাসরি ভর্ৎসনা কবলে পরতে হল  ।আর করলেন কে ? বিজেপি’‌র প্রাক্তন নেত্রী সাবিত্রীবাঈ ফুলে।একেবারে বছরের প্রথম দিনেই তিনি যোগীর বিরুদ্ধে তোপ দেগেছেন  ।

তিনি বলেন, দেশের প্রগতি কখনও কুম্ভ পালন আর মন্দির নির্মাণ করলে হবে না। দেশের প্রগতি ঘটাতে গেলে সংবিধানের রীতি–নীতিকে বাস্তবায়িত করতে হবে। বিজেপি’‌র এই প্রাক্তন নেত্রীর মন্তব্যে বেশ বেকায়দায় মুখ্যমন্ত্রী। কারণ সেখানে রামমন্দির নিয়ে উন্মাদনা, হিন্দু রাষ্ট্র বানানোর জন্য মন্তব্য করা এবং গোরক্ষকদের তাণ্ডব নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই এই মন্তব্য যোগীর বিরুদ্ধেই সিলমোহর দিল বলে মনে করা হচ্ছে। এদিন সাবিত্রীবাঈ ফুলে বলেন, ‘‌যেখানে তপসিলী জাতি, উপজাতি তাঁদের অধিকার ও কর্মসংস্থানের বিরুদ্ধে লড়াই করছেন সেখানে উত্তরপ্রদেশ সরকার কুম্ভ ও মন্দিরের জন্য কোটি কোটি টাকা খরচ করছে। কুম্ভ আর মন্দির কি তপসিলী জাতি, উপজাতি এবং মুসলিম সম্প্রদায়ের প্রয়োজন মেটাবে?‌ মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরাতেই এইসব করা হচ্ছে। দেশ কখনও মন্দির বা ভগবান শাসন করে না। সেটা করে সংবিধান।’‌ সাবিত্রীবাঈ ফুলে যে এবার মৌচাকেই ঢিলটা মেরেছে সেটা বলাই বাহুল্য । এখন দেখার যোগী কানে জলটা জয় কিনা ।

No comments:

Post a Comment

loading...