ওয়েব ডেস্ক ২৩শে জানুয়ারি ২০১৯: কথায় আছে কারুর পৌষমাস কারুর সর্বনাশ ।তবে বিজেপির কাছে শত্রুঘ্নের চলে যাওয়াটা আদেও সর্বনাশের কিনা সেটা অবশ্য জানা যায়নি । প্রসঙ্গত শনিবার কলকাতায় তৃণমূলের ডাকা ব্রিগেডে যোগ দিয়েছিলেন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিন্হা। মঞ্চে বলতে উঠে মোদির রাফাল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি। তারপরই বেজায় চটেছে গেরুয়া শিবির। তারা ইতিমধ্যেই শত্রুঘ্ন সিন্হাকে দল থেকে বহিষ্কার করার পরিকল্পনা করছে। লোকসভা ভোটের মুখে এই সুযোগকে হাতছাড়া করতে রাজি নয় বিহারের আরজেডি দল। অভিনেতাকে ইতিমধ্যেই তাঁদের দলে আসার জন্য আমন্ত্রণ পাঠিয়েছেন লালুপুত্র তেজ প্রতাপ।
পাটনা সাহিবের সাংসদ জানিয়েছেন, তাঁর কাছে যদি পদত্যাগ চাওয়া হয় তবে তিনি দল ছাড়তে প্রস্তুত আছেন। এরপরই তাঁর কাছে আরজেডিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে। তেজ প্রতাপ এ প্রসঙ্গে বলেন, ‘আমি শত্রুঘ্ন সিন্হার সঙ্গে সময় পেলেই কথা বলছি। আমি মুম্বইয়ে তাঁর বাসভবনে গিয়েও কথা বলেছি। আমি এখনও তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি দলে যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের জনতার দরবারে যোগ দিন।’ বিবাহবিচ্ছেদের ঘোষণার পর তেজ প্রতাপ রাজনীতি থেকে কিছুদিনের জন্য সরে ছিলেন। কিন্তু এরপরই তাঁকে সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসতে দেখা যায়। দলীয় কর্মীদের সঙ্গে তিনি নিয়মিত বৈঠকও করেন। এমনকী তিনি মানুষের সমস্যা শোনার জন্য আলাদা করে সভাও তৈরি করেছেন।শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বিজেপি যে বেজায় চোটে আছে এর কোনো দ্বিমত নেই , শুধু অপেক্ষা অমিত শাহকে নিয়ে , তিনি সুস্থ হয়ে ফিরে আসলেই , বহিষ্কার করার পক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর ।
পাটনা সাহিবের সাংসদ জানিয়েছেন, তাঁর কাছে যদি পদত্যাগ চাওয়া হয় তবে তিনি দল ছাড়তে প্রস্তুত আছেন। এরপরই তাঁর কাছে আরজেডিতে যোগ দেওয়ার প্রস্তাব আসে। তেজ প্রতাপ এ প্রসঙ্গে বলেন, ‘আমি শত্রুঘ্ন সিন্হার সঙ্গে সময় পেলেই কথা বলছি। আমি মুম্বইয়ে তাঁর বাসভবনে গিয়েও কথা বলেছি। আমি এখনও তাঁকে আমন্ত্রণ জানাচ্ছি দলে যোগ দেওয়ার জন্য। তিনি আমাদের জনতার দরবারে যোগ দিন।’ বিবাহবিচ্ছেদের ঘোষণার পর তেজ প্রতাপ রাজনীতি থেকে কিছুদিনের জন্য সরে ছিলেন। কিন্তু এরপরই তাঁকে সক্রিয়ভাবে রাজনীতিতে ফিরে আসতে দেখা যায়। দলীয় কর্মীদের সঙ্গে তিনি নিয়মিত বৈঠকও করেন। এমনকী তিনি মানুষের সমস্যা শোনার জন্য আলাদা করে সভাও তৈরি করেছেন।শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বিজেপি যে বেজায় চোটে আছে এর কোনো দ্বিমত নেই , শুধু অপেক্ষা অমিত শাহকে নিয়ে , তিনি সুস্থ হয়ে ফিরে আসলেই , বহিষ্কার করার পক্রিয়া শুরু হবে বলে সূত্রের খবর ।
No comments:
Post a Comment