ওয়েব ডেস্ক ৪ঠা জানুয়ারি ২০১৯: রাফায়েল নিয়ে সত্যিই বিপাকে বিজেপি সরকার ।না হলে কেনইবা রাহুল গান্ধীর একটারও প্রশ্নের উত্তর দেবেননা প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামান ।বিজেপির উক্তি প্রতিরক্ষার বিষয়ে সব কথা খোলাখুলি বলা যায়না , এই কথা ধোপে যে একদম টিকছেনা সেটা তারা নিজেরাই বুঝতে পারছেন ।এদিন নির্মলা সীতারামান বলেন ‘ইউপিএ–২ সরকার ক্ষমতায় থাকাকালীন এই রাফাল নিয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তারা চুক্তি চূড়ান্ত করতে পারেনি। অন্যদিকে চীন–পাকিস্তান তাদের প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে চলেছে। এতদিনে রাফাল চুক্তি চূড়ান্ত হয়েছে। যার ফলে ভারতীয় বায়ুসেনা আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রথম রাফাল যুদ্ধবিমান হাতে পাবে।’
এদিন ভরা সংসদে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস ভারতীয় বায়ুসেনার প্রয়োজন এবং জাতীয় নিরাপত্তার কথা না চিন্তা করে বিভ্রান্তমূলক প্রশ্ন করছে। যেখানে ভারতের আশেপাশের পরিবেশ এখন উদ্বেগজনক। ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তি বজায় রাখতে চায়। সময় অনুযায়ী এই প্রযুক্তি নিয়ে আসা যে কোনও সরকারের কাছে অগ্রণী সিদ্ধান্ত।’ কিন্তু কেন ১২৬টি থেকে কমে ৩৬টি রাফাল কেনা হচ্ছে? কেন বাড়তি দাম দেওয়া হচ্ছে? রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে বাদ দিয়ে কেন বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হল? এইসব প্রশ্নের জবাব সরাসরি দেননি তিনি।এই রাফায়েল নিয়েই যে কার্যত বিজেপিকে আসন্ন লোকসভায় নাকানি চোবানি খাওয়াবে সেটা রাজনৈতিক মহলের গুঞ্জন ।সেটা কতটা ঠিক বা ভুল সেটা সময়ই বলবে ।
এদিন ভরা সংসদে বিরোধীদের প্রশ্ন এড়িয়ে গিয়ে তিনি পাল্টা কংগ্রেসকে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস ভারতীয় বায়ুসেনার প্রয়োজন এবং জাতীয় নিরাপত্তার কথা না চিন্তা করে বিভ্রান্তমূলক প্রশ্ন করছে। যেখানে ভারতের আশেপাশের পরিবেশ এখন উদ্বেগজনক। ভারত প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তি বজায় রাখতে চায়। সময় অনুযায়ী এই প্রযুক্তি নিয়ে আসা যে কোনও সরকারের কাছে অগ্রণী সিদ্ধান্ত।’ কিন্তু কেন ১২৬টি থেকে কমে ৩৬টি রাফাল কেনা হচ্ছে? কেন বাড়তি দাম দেওয়া হচ্ছে? রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যালকে বাদ দিয়ে কেন বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করা হল? এইসব প্রশ্নের জবাব সরাসরি দেননি তিনি।এই রাফায়েল নিয়েই যে কার্যত বিজেপিকে আসন্ন লোকসভায় নাকানি চোবানি খাওয়াবে সেটা রাজনৈতিক মহলের গুঞ্জন ।সেটা কতটা ঠিক বা ভুল সেটা সময়ই বলবে ।
No comments:
Post a Comment