ওয়েব ডেস্ক ১০ই জানুয়ারি ২০১৯: যতই ২০১৯ এর লোকসভা ভোট এগিয়ে আসছে ,বিজেপির শরিক দল যেমন তাদের ছেড়ে চলে যাচ্ছে তেমনি তৃণমূলের শক্তি বৃদ্ধি হচ্ছে ।যা বিশ্লেষকদের মতে মমতা বন্দ্যোপাধ্যের প্রতি মানুষের আস্থা যে আছে এটা তারই প্রমান ।
সাধারণ মানুষের কাছে এখন বাংলার সরকার অনেকটাই কাছের , যেন হাত বাড়ালেই সরকারকে পাশে পাওয়া যাচ্ছে , আগে এই অনুভবটা মানুষের ছিল কি না বলা মুশকিল তবে আলিমুদ্দিনকে হতচকিত অবস্থার সামনে দাঁড় করিয়ে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন ব্লকের অন্তর্গত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের ৬০০ জন সি.পি.এম এর কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন ।এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ।সূত্রের খবর ,তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের হাত ধরে এই কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন।এদিকে,রাজনৈতিক মহল মনে করছে ,সামনেই লোকসভা ভোট তার আগেই তৃণমূলে এই সকল কর্মীরা যোগদান করায় তৃণমূলের ভোট ব্যাঙ্ক বাড়ল। উন্নয়নের নাম মমতা , এটাই এখন গ্রামবাংলার প্রতিটি মানুষ বুঝেছে , একমাত্র মমতাই পারেন উন্নয়নের পথে বাংলাকে নিয়ে যেতে ।
সাধারণ মানুষের কাছে এখন বাংলার সরকার অনেকটাই কাছের , যেন হাত বাড়ালেই সরকারকে পাশে পাওয়া যাচ্ছে , আগে এই অনুভবটা মানুষের ছিল কি না বলা মুশকিল তবে আলিমুদ্দিনকে হতচকিত অবস্থার সামনে দাঁড় করিয়ে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন ব্লকের অন্তর্গত বাহিরী পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের ৬০০ জন সি.পি.এম এর কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করলেন ।এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ।সূত্রের খবর ,তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের হাত ধরে এই কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন।এদিকে,রাজনৈতিক মহল মনে করছে ,সামনেই লোকসভা ভোট তার আগেই তৃণমূলে এই সকল কর্মীরা যোগদান করায় তৃণমূলের ভোট ব্যাঙ্ক বাড়ল। উন্নয়নের নাম মমতা , এটাই এখন গ্রামবাংলার প্রতিটি মানুষ বুঝেছে , একমাত্র মমতাই পারেন উন্নয়নের পথে বাংলাকে নিয়ে যেতে ।
No comments:
Post a comment