ওয়েব ডেস্ক ১৯ই জানুয়ারি ২০১৯:যেই কথাটা অজানা নয় কারোর , কিন্তু কেউ বলতে সাহস পাননি , আজ সেই কাজের কাজটি করে দেখালেন স্টালিন ।তিনি সোজাসুজি বলে দিলেন , একমাত্র মমতাকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পান ।ব্যাপারটা কারুর অজানা নয় কিন্তু কেউ সাহস পাননি এই কথাটা জনসমক্ষে বলতে , কিন্তু এই কথাটা তিনি বলার সাহস দেখালেন ।
শুধু তাই নয় ,আসন্ন লোকসভা ভোটকে দেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলে বর্ণনা করলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। একইসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন লৌহমানবী। তিনি বলেন, লৌহমানবী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই মিলিত হয়েছি। বিপুল জন সমাবেশ থেকে তিনি স্লোগান তোলেন- বিজেপি হটাও, মোদীকে বাড়ি পাঠাও, দেশ বাঁচাও।স্ট্যালিন বলেন, মোদী দেশের সর্বনাশ করছেন। তাই দেশে আজ পরিবর্তনের আওয়াজ উঠেছে। বিরোধীরা একজোট হয়েছে। তাই দেখে ভয় পেয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে বিরোধীদের ব্যক্তিগত সংগ্রাম নেই। কিন্তু কেন্দ্রের সরকার যেভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে উঠেছে। আর আমাদের প্রধানমন্ত্রী যেভাবে সেই কোম্পানির ডিরেক্টর হয়ে উঠেছেন, তা থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলার মানুষ শ্রীযুক্ত এম কে স্ট্যালিনের বাংলায় আসার জন্য অভিভূত , তারা আরো অভিভূত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বোন বলে সম্মোধন করায়।
শুধু তাই নয় ,আসন্ন লোকসভা ভোটকে দেশের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম বলে বর্ণনা করলেন ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন। একইসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন লৌহমানবী। তিনি বলেন, লৌহমানবী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আমরা সবাই মিলিত হয়েছি। বিপুল জন সমাবেশ থেকে তিনি স্লোগান তোলেন- বিজেপি হটাও, মোদীকে বাড়ি পাঠাও, দেশ বাঁচাও।স্ট্যালিন বলেন, মোদী দেশের সর্বনাশ করছেন। তাই দেশে আজ পরিবর্তনের আওয়াজ উঠেছে। বিরোধীরা একজোট হয়েছে। তাই দেখে ভয় পেয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে বিরোধীদের ব্যক্তিগত সংগ্রাম নেই। কিন্তু কেন্দ্রের সরকার যেভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে উঠেছে। আর আমাদের প্রধানমন্ত্রী যেভাবে সেই কোম্পানির ডিরেক্টর হয়ে উঠেছেন, তা থেকে দেশকে রক্ষা করতে হবে। বাংলার মানুষ শ্রীযুক্ত এম কে স্ট্যালিনের বাংলায় আসার জন্য অভিভূত , তারা আরো অভিভূত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বোন বলে সম্মোধন করায়।
No comments:
Post a comment