ওয়েব ডেস্ক ১১ই জানুয়ারি ২০১৯: কত আশা করেই না পাতাটা বিছিয়েছিলেন নরেন্দ্র মোদী , কিন্তু উপরওয়ালার দেওয়ার তো আন্দাজ আছে ।তামিল নাডুতে বিজেপির এক সমাবেশে পুরোনো শরিকদের কাছে পেতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী , হয়তো ভেবেছিলেন তার ক্যারিশমা কাজে দেবে , কিন্তু হল ঠিক উল্টোটা । বিজেপি’র সঙ্গে তাঁদের আঁতাত হবে না, শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন।
ফলে সরাসরি প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করায় জোটের আশায় জল পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।অন্যদিকে ১০ শতাংশ সংরক্ষণ বিলের বিরুদ্ধেও সরব হয়েছিলেন স্ট্যালিন। পাশাপাশি কেন্দ্রীয় শাসকদল রাজ্যের অধিকারকে মর্যাদা দেয়নি বলেও অভিযোগ তাঁর। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্ট্যালিনের বক্তব্য, ‘নরেন্দ্র মোদি বাজপেয়ী নন। তাই মোদির সঙ্গে সমঝোতা বা জোট সুস্থ হবে না।’নরেন্দ্র মোদির সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর তুলনা নিছকই এক প্রহসন। কিন্তু মোদির শাসনকালে রাজ্যের উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই বিজেপি’র সঙ্গে আঁতাত নয়, আজই জানিয়ে দিয়েছে ডিএমকে। ১৯৯৯ সালের আগে বিজেপি’র সঙ্গে জোটে ছিল ডিএমকে।দিনকাল বদলেছে এখন কাউকে ডাকলে পরেই কেউ চলে আসবে এই ধারণাটাই ভুল , এবার হয়তো বিজেপি বুঝতে পেরেছে ।
ফলে সরাসরি প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করায় জোটের আশায় জল পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।অন্যদিকে ১০ শতাংশ সংরক্ষণ বিলের বিরুদ্ধেও সরব হয়েছিলেন স্ট্যালিন। পাশাপাশি কেন্দ্রীয় শাসকদল রাজ্যের অধিকারকে মর্যাদা দেয়নি বলেও অভিযোগ তাঁর। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্ট্যালিনের বক্তব্য, ‘নরেন্দ্র মোদি বাজপেয়ী নন। তাই মোদির সঙ্গে সমঝোতা বা জোট সুস্থ হবে না।’নরেন্দ্র মোদির সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর তুলনা নিছকই এক প্রহসন। কিন্তু মোদির শাসনকালে রাজ্যের উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। তাই বিজেপি’র সঙ্গে আঁতাত নয়, আজই জানিয়ে দিয়েছে ডিএমকে। ১৯৯৯ সালের আগে বিজেপি’র সঙ্গে জোটে ছিল ডিএমকে।দিনকাল বদলেছে এখন কাউকে ডাকলে পরেই কেউ চলে আসবে এই ধারণাটাই ভুল , এবার হয়তো বিজেপি বুঝতে পেরেছে ।
No comments:
Post a comment