Sunday, 20 January 2019

পা ধরে কাঁদবার পরেও মন গোললনা যোগীর পুলিশ অফিসারের, ছবি ভাইরাল হতেই নড়ে চড়ে বসল শীর্ষ পুলিশ কর্তারা

ওয়েব ডেস্ক ২০শে   জানুয়ারি ২০১৯: উত্তর প্রদেশের পুলিশ কতটা অমানবিক হতে পারে আজ তারও প্রমান পাওয়া গেল ।বয়স্ক মানুষদের যে সন্মান দেখানো উচিত সে সবের  তো কোনো বালাই নেই উল্টে তাদের অশ্রুতে আনন্দ উপভোগ করতে  দেখা গেল এক পুলিশ অফিসারকে ।প্রসঙ্গত গত শুক্রবার লখনউয়ের গুড়ম্বা পুলিস থানায় ব্রহ্মাদেবী নামে ৭৫ বছরের এক বৃদ্ধা তাঁর নাতি, ২০ বছরের আকাশ যাদবের মৃত্যুর এফআইআর দায়ের করাতে গিয়েছিলেন। উল্লেখ, গত বছরই দেশের সেরা তিন থানার মধ্যে অন্যতম হয়েছিল গুড়ম্বা থানা। লখনউ–এর সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এজন্য ওই থানার কর্মীদের পুরস্কৃতও করেছিলেন।


একটি প্লাইউড কারখানার কর্মী আকাশ মেশিন বিগড়ে যাওয়ায় তার তলায় চাপা পড়ে মারা যান শুক্রবার। আকাশের সহকর্মীদের অভিযোগ, ওই কারখানার প্রায় সব মেশিনই বহু পুরনো। সেব্যাপারে বহুবার বললেও কর্ণপাত করেনি মালিক অজয় গুপ্তা। ঘটনার পর থেকেই পলাতক অজয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করতে ওই দিনই গুড়ম্বা থানায় যান ব্রহ্মাদেবী এবং তাঁর পরিজন–প্রতিবেশীরা। ব্রহ্মাদেবীর আত্মীয়–পরিজনদের অভিযোগ, অনেকক্ষণ পরেও এফআইআর না নেওয়ায় থানার ইন–চার্জ তেজপ্রকাশ সিং–এর পায়ে পড়ে অনুরোধ করতে থাকেন বৃদ্ধা। প্রথমে আয়েস করে চেয়ারে বসে বৃদ্ধার কান্নাকাটি দেখছিলেন তেজপ্রকাশ। যখন তিনি পায়ে পড়তে যান, তখনও কোনওরকম জোরাল বাধা দেননি অফিসার। সেই ছবিই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর অনুসারে ফুটেজ ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে শীর্ষ পুলিশ কর্তারা । তারা তদন্তের পর  কি পদক্ষেপ নেয় এখন সেটাই  দেখার । 

No comments:

Post a Comment

loading...