Thursday, 28 February 2019

বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে নিঃশর্তে মুক্তি দিতে হবে বলে কড়া অবস্থান ভারতের ।

ওয়েব ডেস্ক ২৮শে  ফেব্রুয়ারী ২০১৯:লোকসভা ভোট যতই এগিয়ে আসছে বিজেপি সরকার ছাপান্ন ইঞ্চির ছাতির মতো সিদ্ধান্ত নিচ্ছে , যদিও এই রকম বলিষ্ট সিদ্ধান্ত আগে কখনো নিয়েছিল মনে করা যাচ্ছেনা ।পাকিস্তানের বিরুদ্ধে কোনোরকম নরম মনোভাব না পুষে আজ বায়ুসেনার উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে অবিলম্বে সুস্থভাবে দেশে ফেরানোর দাবি জানিয়েছে ভারত। এই নিয়ে পাকিস্তানের কোনও পাল্টা দাবি বা শর্ত যে মানা হবে না তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

পাকিস্তানি বায়ুসেনা বিমানের পিছনে তাড়া করতে গিয়ে দুর্ঘটনায় পাক সীমান্তের ওপারে গিয়ে পড়েন কম্যান্ডার অভিনন্দন বর্তমান। তারপর থেকে তিনি পাকিস্তানের হেফাজতে রয়েছেন। এর আগে পাকিস্তানের জিও টিভি সূত্রে সেদেশের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির বয়ান সামনে এনে বলা হয় - দুই দেশের মধ্যে উদ্বেগ কমলে তবেই বায়ুসেনা কম্যান্ডারকে ফেরানো হবে। কুরেশি বলেন, আমরা আটক ভারতীয় বায়ুসেনা কম্যান্ডার অভিনন্দন বর্তমানকে ফেরাতে চাই। যদি দুই দেশের মধ্যে শান্তি ফেরে তবেই। আমরা ইতিবাচক সদুত্তরের জন্য তৈরি রয়েছি। এদিন আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পাকিস্তান ভারতের সেনা ঘাঁটিগুলিতে হামলার ছক কষছিল। পাকিস্তান জেনেভা কনভেনশনের কথা না মেনেই বায়ুসেনা কম্যান্ডারের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তবে ভারত যে বিভিন্ন তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে তা পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি স্বীকার করে নিয়েছেন।ভারতের তথা সারা বিশ্বের এই কঠিন অবস্থানকে  কি করে পাকিস্তান সামলাই এখন সেটাই দেখার । 

No comments:

Post a Comment

loading...