ওয়েব ডেস্ক ৯ই ফেব্রুয়ারী ২০১৯: এবার মোদীজিকে একহাত নিলেন শ্রম মন্ত্রী মলয় ঘটক ।শ্রমিকদের আশ্বাস দিয়েও কিছু কাজের কাজ করে নি। সরকারী মঞ্চ থেকে এভাবেই মোদি সরকারকে আক্রমন শানালেন শ্রম মন্ত্রী মলয় ঘটক।শনিবার সিউড়ি জেলা স্কুলে উদ্বোধন হল শ্রমিক মেলার। দুদিন ব্যাপী এই মেলার উদবোধক ছিলেন শ্রম মন্ত্রী মলয় ঘটক।মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে অসংঘটিত শ্রমিকদের বিভিন্ন সরকারী প্ৰকল্পের কথা তুলে ধরা হয়।এদিন সভা মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন মন্ত্রী। এরপরই উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য রাখেন। সব শেষে বক্তব্য রাখেন শ্রম মন্ত্রী মলয় ঘটক। তিনি বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসংঘটিত শ্রমিকদের জন্য কি কি প্রকল্প করেছেন তার একটি খতিয়ান দেন। এমনকি বাম জামানায় অসংঘটিত শ্রমিকদের জন্য কি কি হয়েছে এবং বর্তমান সরকার কি কি করেছে তার একটি পার্থক্য তুলে ধরেন।
এরপরই সরকারী মঞ্চ থেকে মোদি সরকারের উপর আক্রমণ করেন। তিনি বলেন, “প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে আনবেন এবং প্রত্যেক ভারতীয়র একাউন্টে ১৫লক্ষ টাকা করে দেবেন। ১৫লক্ষ ছাড়ুন আপনারা বলুন ১৫টাকা পেয়েছেন?” তিনি আরও বলেন,”নরেন্দ্র মোদী বলেছিলন ক্ষমতায় এলে প্রতি বছর দু’কোটি বেকারকে চাকরী দেব। কেও একজন কি কেন্দ্র সরকারের চাকরী পেয়েছে? গত চার বছরে কেন্দ্র সরকারের অধিনস্ত অনেক কারখানা বন্ধ হয়েছে,অনেক মানুষ কাজ হারিয়েছে।” মলয় ঘটল সাধারণত সোজাসোজি সমালোচনার পথে পা বারাননা। কিন্তু এবার ব্যাপারটা খুবই সঙ্গিন বলে তাকে পা বাড়াতে হল ।
এরপরই সরকারী মঞ্চ থেকে মোদি সরকারের উপর আক্রমণ করেন। তিনি বলেন, “প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন তিনি ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে আনবেন এবং প্রত্যেক ভারতীয়র একাউন্টে ১৫লক্ষ টাকা করে দেবেন। ১৫লক্ষ ছাড়ুন আপনারা বলুন ১৫টাকা পেয়েছেন?” তিনি আরও বলেন,”নরেন্দ্র মোদী বলেছিলন ক্ষমতায় এলে প্রতি বছর দু’কোটি বেকারকে চাকরী দেব। কেও একজন কি কেন্দ্র সরকারের চাকরী পেয়েছে? গত চার বছরে কেন্দ্র সরকারের অধিনস্ত অনেক কারখানা বন্ধ হয়েছে,অনেক মানুষ কাজ হারিয়েছে।” মলয় ঘটল সাধারণত সোজাসোজি সমালোচনার পথে পা বারাননা। কিন্তু এবার ব্যাপারটা খুবই সঙ্গিন বলে তাকে পা বাড়াতে হল ।
No comments:
Post a Comment