ওয়েব ডেস্ক ৯ই ফেব্রুয়ারী ২০১৯: ২০১৪তে লোকসভা নির্বাচনের আগে তিনি কথা দিয়েছিলেন , যে তিনি প্রধানমন্ত্রী হলে পূর্ব ভারতের উন্নতি করবে ।বিগত ৫ বছরে কিছুই করেননি তিনি । এবার আবার লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে , আর আবার প্রধানমন্ত্রীর তার পুরোনো সংলাপের কথা মনে পড়েছে । এই না হলে নরেন্দ্র দামোদারভাই মোদী ! তিনি শুধু সংলাপই দিতে জানেন কাজের কাজ কিছুই করতে পারেননা , তবে ৫৫ ইঞ্চের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার ছাতিটা আছে ।
আর তাই এদিন অরুণাচল প্রদেশে গিয়ে তিনি বলেন ,আগের সরকার অরুণচলকে অবহেলা করেছে। আমরা এখানে এসেছি বদল আনতে।অরুণাচল প্রদেশে এখন বিজেপির সরকার। তাই আগের সরকার কিছুই করেনি বলে দাবি মোদীর। নাগরিক অধিকার বিল নিয়ে ধুন্দুমার হওয়ার পর এই প্রথম উত্তর পূর্ব সফরে গেলেন মোদী। তাঁর কথায়, উত্তরপূর্বের যথাযথ উন্নয়ন হলেই নতুন ভারত তৈরি করা সম্ভব হবে।ত্রিপুরার ৩ সিপিএম সাংসদ মোদীর অনুষ্ঠান বয়কট করেছেন। তাঁদের দাবি, নাগরিক অধিকার বিল সংসদে পাশ হয়ে গেলে এই অঞ্চলের মানুষের স্বার্থ বিঘ্নিত হবে। এতে তাঁদের কোনো উপকার হবে না।অরুণাচল প্রদেশ থেকে শুরু হল মোদী উত্তর পূর্ব সফর। এদিন ইটানগরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদী। তারপর বলেন, অরুণাচল প্রদেশ হল নতুন সূর্যদয়ের দেশ। এখান থেকেই সারা দেশের আত্মবিশ্বাস তৈরি হবে। মোদীর কথায়, আমি ৪০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার সুযোগ পেলাম। এছাড়া ১৩০০০ কোটি টাকা প্রকল্পের কাজ চলছে। অরুণাচলপ্রদেশের জন্য ৪৪০০০ কোটি টাকা বরাদ্দ মোদীর।
আর তাই এদিন অরুণাচল প্রদেশে গিয়ে তিনি বলেন ,আগের সরকার অরুণচলকে অবহেলা করেছে। আমরা এখানে এসেছি বদল আনতে।অরুণাচল প্রদেশে এখন বিজেপির সরকার। তাই আগের সরকার কিছুই করেনি বলে দাবি মোদীর। নাগরিক অধিকার বিল নিয়ে ধুন্দুমার হওয়ার পর এই প্রথম উত্তর পূর্ব সফরে গেলেন মোদী। তাঁর কথায়, উত্তরপূর্বের যথাযথ উন্নয়ন হলেই নতুন ভারত তৈরি করা সম্ভব হবে।ত্রিপুরার ৩ সিপিএম সাংসদ মোদীর অনুষ্ঠান বয়কট করেছেন। তাঁদের দাবি, নাগরিক অধিকার বিল সংসদে পাশ হয়ে গেলে এই অঞ্চলের মানুষের স্বার্থ বিঘ্নিত হবে। এতে তাঁদের কোনো উপকার হবে না।অরুণাচল প্রদেশ থেকে শুরু হল মোদী উত্তর পূর্ব সফর। এদিন ইটানগরে বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মোদী। তারপর বলেন, অরুণাচল প্রদেশ হল নতুন সূর্যদয়ের দেশ। এখান থেকেই সারা দেশের আত্মবিশ্বাস তৈরি হবে। মোদীর কথায়, আমি ৪০০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করার সুযোগ পেলাম। এছাড়া ১৩০০০ কোটি টাকা প্রকল্পের কাজ চলছে। অরুণাচলপ্রদেশের জন্য ৪৪০০০ কোটি টাকা বরাদ্দ মোদীর।
No comments:
Post a comment