ওয়েব ডেস্ক ৯ই ফেব্রুয়ারী ২০১৯: উত্তর পূর্ব সফরটা কিছুতেই নরেন্দ্র মোদীর ভালো যাচ্ছে না , আগের বার যখন এসেছিলেন , তথ্য গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল , এবারকার সফরেও সেই একই কথা শুনতে হলো ।গতকাল ময়ানাগুড়িতে মোদী আসার আগেই গো ব্যাক স্লোগান উঠেছিল। এবার সেই ধারাই বজায় থাকল গুয়াহাটিতে। শুক্রবার সন্ধ্যায় তিনি গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে রাজভবন। এই যাত্রাপথে অসমবাসী তাঁকে কার্যত কালো পতাকায় স্বাগত জানায়। একইসঙ্গে গোব্যাক স্লোগান ওঠে চারধারে। স্বাভাবিকভাবে এই নিয়ে মোদীর অস্বস্তি বাড়ে।
নাগরিক অধিকার বিল লোকসভায় পেশ হতেই অসমে ধুন্দুমার কাণ্ড ঘটে যায়। এর আগে মোদী অসমে এসে বলেছিলেন, প্রকৃত ভারতীয়দের চিন্তার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর উত্তর পূর্বের সফর চলাকালীন আন্দোলন আরো জোরদার হবে বলে জানিয়েছে বিভিন্ন সংগঠন। এর মধ্যে আছে বিভিন্ন সামাজিক সংগঠন। আছে অল ইন্ডিয়া অসম স্টুডেন্টস ইউনিয়ন। ২ দিনের সফরে ত্রিপুরা ও অরুণাচলপ্রদেশে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। শুধু অসম বা ত্রিপুরাই নয়, উত্তরপূর্ব জুড়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন সংগঠন। নাগরিক অধিকার বিল নিয়ে বিক্ষোভের পর এটাই প্রথম মোদীর উত্তর পূর্ব সফর। গতমাসে বিলটি লোকসভায় পাশ হয়েছে। রাজ্যসভায় পেশ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু কথা হচ্ছে সঠিক ভারতীয়দের সনাক্ত করা হবে কি ভাবে ? যারা ভারতে বেশ কয়েক যুগ ধরে বসবাস করছেন , কিন্তু তাদের পূর্ব পুরুষরা অন্য দেশে জন্মেছিলেন তাহলে তারা কোন দেশের নাগরিক ? তারা কি বিদেশী হিসেবে গণ্য হবে ?এরকম নানা প্রশ্নে জেরবার মোদী সরকার । আগামী দিনে এই নিয়েই সরগরম হবে ভারতীয় রাজনীতি সেটা এখন থেকেই বলে দেওয়া যায় ।
No comments:
Post a comment