ওয়েব ডেস্ক ২৭শে ফেব্রুয়ারী ২০১৯:তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরেই পুরুলিয়াতে শান্তি ফিরে এসেছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার , বিগত বাম আমলে কোনো সদ্বিচ্ছেই দেখানো হয়নি শান্তি ফেরানোর কেননা তাদের নীতিই ছিল যত বেশি সমস্যা তত বেশি আন্দোলন । আর তত বেশি নিজেদের ছত্রছায়ায় মানুষের ইচ্ছে না থাকলেও নিয়ে আসা।এদিন পুরুলিয়ার রঘুনাথপুর ক্রিড়াঙ্গন স্টেডিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিষেক ব্যানার্জী বলেন ৩৪ বছরে বাম জমানায় কোনো উন্নয়নমূলক হয়নি। মা মাটি মানুষের সরকার এসে জঙ্গমহলকে উন্নয়নের আলোয় আলোকিত করেছে।
এখানেই থেমে না থেকে তিনি আরো বলেন, মাও নাশকতা দূর করে শান্তি স্থাপনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের রাজ্য। পাশের রাজ্যগুলি যা পারেনি, আমাদের রাজ্য তা করে দেখিয়েছে, উদাহারণ দিয়ে একথাই বলেন অভিষেক। বিগত ৮ বছরে কোনো মাও শক্তি আমাদের রাজ্যে মাথাছড়া দিতে দিতে পারেনি। তাঁর দাবি, আমাদের সরকার মুখে মারিতং জগৎ নয়। এছাড়াও তিনি বলেন, আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। বিবেকানন্দের বাণী- আদর্শ তিনি মেনে চলেন বলেও দাবি করেন।ফুটবল ও ক্রিকেট খেলার মধ্য দিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বলেও দাবি করেন তিনি। জীবনের সর্ব স্তরে এই সরকার মানুষের পাশে আছে বলেও দাবি করেন তিনি। উন্নতি করার ইচ্ছে থাকলে কোনো কিছুই অসম্ভব নয় সেটা আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রমান করল ।
এখানেই থেমে না থেকে তিনি আরো বলেন, মাও নাশকতা দূর করে শান্তি স্থাপনের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের রাজ্য। পাশের রাজ্যগুলি যা পারেনি, আমাদের রাজ্য তা করে দেখিয়েছে, উদাহারণ দিয়ে একথাই বলেন অভিষেক। বিগত ৮ বছরে কোনো মাও শক্তি আমাদের রাজ্যে মাথাছড়া দিতে দিতে পারেনি। তাঁর দাবি, আমাদের সরকার মুখে মারিতং জগৎ নয়। এছাড়াও তিনি বলেন, আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করি না। বিবেকানন্দের বাণী- আদর্শ তিনি মেনে চলেন বলেও দাবি করেন।ফুটবল ও ক্রিকেট খেলার মধ্য দিয়ে সমাজকে ঐক্যবদ্ধ করার প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত বলেও দাবি করেন তিনি। জীবনের সর্ব স্তরে এই সরকার মানুষের পাশে আছে বলেও দাবি করেন তিনি। উন্নতি করার ইচ্ছে থাকলে কোনো কিছুই অসম্ভব নয় সেটা আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রমান করল ।
No comments:
Post a comment