ওয়েব ডেস্ক ৩রা ফেব্রুয়ারী ২০১৯:১৯শে জানুয়ারি ব্রিগেডে ঐতিহাসিক জনসভা করেছে রাজ্যের শাসক দল।ঠিক তার ১৫ দিনের মাথায়।অর্থাৎ রবিবার সিপিএমের ডাকে একই মাঠে পাল্টা সমাবেশ করে সিপিএম।কানহাইয়া না আসাতে সেই জৌলুশ একেবারেই ছিল না বলে মনে করেন অনেকে ।প্রসঙ্গত এদিন সভায় সীতারাম ইয়েচুরি মোদীকে আক্রমণ করেন ।এদিন তিনি বলেন, কেন্দ্রের মোদী সরকার পাঁচ বছরে চুরি করা টাকাই ফেরাচ্ছে বাজেটে। এই বলে তিনি পকেটমারের গল্প বলেন। তিনি বলেন, এই পকেটমার প্রধানমন্ত্রীকে এবার বিদায় করে দিতে হবে। দেশ নেতা নয়, সঠিক নীতি চায়। সেই নীতি রূপায়ণ করতে পারে একমাত্র বামপন্থীরাই। এখন কথা হচ্ছে , এটাই যদি সত্যি হয় তাহলে অতীতে কংগ্রেসকে বাইরে থেকে সমর্থন করেছিল কেন বামপন্থীরা সরকার গোড়ার জন্য ? আর কেনইবা তারা সরকারে যোগ দেয়নি মনমোহন সিংহের সময় ?এসব প্রসঙ্গ সযত্নে এড়িয়ে গেছেন সীতারাম ইয়েচুরি ।
এদিকে,সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বক্তব্য শুরু থেকে রাজ্যের শাসক দল ও মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন।তিনি এদিন বলেন,রাজ্য থেকে শিল্প তাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই যদি হয় তাহলে তাদের আমলে গঙ্গার তীরে জুট মিল গুলোকে বন্ধ করেছিল কে ? সে ঘটনা গুলো বেমালুম ভুলে গেলেন সূর্যকান্ত মিশ্র ।। তিনি বলেন , প্রথমে দিল্লি থেকে মোদীকে সরাতে হবে।কমীর্দের বার্তা দেন তিনি।বলেন ,বিজেপি -তৃণমূল ভয় পেয়েছে।রুখে দাঁড়ান ।অন্যদিকে,সাংসদ মহম্মদ সেলিম এদিন বলেন,বাংলা বাঁচাতে হলে
এদিকে,সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র বক্তব্য শুরু থেকে রাজ্যের শাসক দল ও মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন।তিনি এদিন বলেন,রাজ্য থেকে শিল্প তাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই যদি হয় তাহলে তাদের আমলে গঙ্গার তীরে জুট মিল গুলোকে বন্ধ করেছিল কে ? সে ঘটনা গুলো বেমালুম ভুলে গেলেন সূর্যকান্ত মিশ্র ।। তিনি বলেন , প্রথমে দিল্লি থেকে মোদীকে সরাতে হবে।কমীর্দের বার্তা দেন তিনি।বলেন ,বিজেপি -তৃণমূল ভয় পেয়েছে।রুখে দাঁড়ান ।অন্যদিকে,সাংসদ মহম্মদ সেলিম এদিন বলেন,বাংলা বাঁচাতে হলে
No comments:
Post a comment