ওয়েব ডেস্ক ৫ই ফেব্রুয়ারী ২০১৯: আজ ধর্ণার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন,সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে নগর পালের সাথে সিবিআই কর্তাদের কথা হবে, কখনই কোথাও লেখা নেই সিবিআই কে 'ফেস' করতে হবে ।অর্থাৎ সিবিআই এর জেরার মুখে পড়তে হবে ।প্রসঙ্গত সিবিআই-এর সঙ্গে বার বার আলোচনায় বসতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু আমল দেয়নি সিবিআই।
মঙ্গলবার আদালতের রায়ে রাজ্যের সেই দাবিই প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বলেন, ‘‘আমরাই আগ বাড়িয়ে সহযোগিতা করতে চেয়েছিলাম। ফেস করার ব্যাপার নয়, কথা বলার ব্যাপার। আমরা এটাই চাইছিলাম। এটা নয় যে, একজন পুলিশ অফিসারের বাড়িতে এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে।"খ্যমন্ত্রীর আর্জি, ‘‘আদালতের রায়ের যেন অপব্যাখ্যা না হয়। কেউ রায় ভুল বুঝতে পারেন। কেউ কেউ হয়তো খাইয়ে দিচ্ছে।’’ তাঁর বক্তব্য, বিজেপি অফিস থেকে ঠিক হচ্ছে বয়ান। আর তাকেই অনুসরণ করছে কোনও কোনও মিডিয়া। আদালতের রায়ে দৃশ্যতই খুশি মমতা আবারও সুর চড়ান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আসন্ন লোকসভা নির্বাচনে এর প্রভাব যে পরবেই সেটা এখন থেকেই বলে ফেলা যায়।
মঙ্গলবার আদালতের রায়ে রাজ্যের সেই দাবিই প্রতিষ্ঠিত হয়েছে বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বলেন, ‘‘আমরাই আগ বাড়িয়ে সহযোগিতা করতে চেয়েছিলাম। ফেস করার ব্যাপার নয়, কথা বলার ব্যাপার। আমরা এটাই চাইছিলাম। এটা নয় যে, একজন পুলিশ অফিসারের বাড়িতে এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে চলে যাবে।"খ্যমন্ত্রীর আর্জি, ‘‘আদালতের রায়ের যেন অপব্যাখ্যা না হয়। কেউ রায় ভুল বুঝতে পারেন। কেউ কেউ হয়তো খাইয়ে দিচ্ছে।’’ তাঁর বক্তব্য, বিজেপি অফিস থেকে ঠিক হচ্ছে বয়ান। আর তাকেই অনুসরণ করছে কোনও কোনও মিডিয়া। আদালতের রায়ে দৃশ্যতই খুশি মমতা আবারও সুর চড়ান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আসন্ন লোকসভা নির্বাচনে এর প্রভাব যে পরবেই সেটা এখন থেকেই বলে ফেলা যায়।
No comments:
Post a comment