Friday, 8 March 2019

নারী নির্যাতন বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুম্বাই শহরে বেড়েছে ৯৫ শতাংশ সোশ্যাল মিডিয়ায় ঝড়

ওয়েব ডেস্ক ৮ই  মার্চ ২০১৯:  বিগত  ৫ বছরে বিজেপি শাসিত মহারাষ্ট্রের মুম্বাই শহরে নারী নির্যাতনের ঘটনা ৯৫ শতাংশ বেড়েছে বলে দাবি করল প্রজা ফাউন্ডেশন নামক একটি  সংস্থা তাদের রিপোর্টে ।তাদের রিপোর্ট অনুসারে দাঙ্গার ঘটনা ৩৬ শতাংশ বেড়েছে আর ধর্ষণের  ঘটনা নথিভুক্ত করা হয়েছে ২০১৩-২০১৪ সালে  ৪৩২ টা , আর উৎপীড়নের ঘটনা ঘটেছে  ১২০৯ টা ।

২০১৭-১৮ তে ৭২২টা ধর্ষণের ঘটনা সামনে এসেছে আর ২৩৫৮ মামলা সামনে এসেছে নারী উৎপীড়নের ।চমকে যাওয়ার মতো ঘটনা হল শিশু নির্যাতনের ঘটনা মুম্বাইতে বেড়েছে ১৯ শতাংশ ।এর মধ্যে ২০১৬-১৭তে মামলা দায়ের হয়েছে এই সংক্রান্ত বিষয়েই ৬৬০০ টি । প্রজা ফাউন্ডেশনের রিপোর্ট বলছে লোকসভা নির্বাচনের জন্য মুম্বাইয়ের আইন শৃঙ্খলা যথেষ্ট অবনতি হয়েছে । সাম্প্রতিক কালে দাঙ্গার সংখ্যা বেড়েছে হুহু করে  ।৩৬ শতাংশ দাঙ্গাই হয়েছে সাম্প্রতিক  কালে যা শতাংশের নিরিখে ৩৬।কিন্তু উল্লেখযোগ্য ভাবে খুন, ডাকাতি ,গাড়ি চুরির ঘটনা কমেছে । বিজেপি শাসন কালে আইন শ্রীখোলা যে কতটা অবনতি হয়েছে তার আরও প্রমান পাওয়া  গেছে ওই রিপোর্টে ।প্রসঙ্গত মুম্বাইয়ে বসবাসকারী ৩২ শতাংশ মানুষেরই বিচার ব্যবস্থার ওপর বিশ্বাস নেই ।২৪২৯৯ পরিবার অপরাধের কথা পুলিশকে জানায়নি ।এখানেই শেষ নয় ৩২ শতাংশ মানুষের পুলিশের ওপর কোনো ভরসা নেই , আর ২৩ শংতাংশের অভিযোগ পুলিশের কাছে তারা পৌঁছাতেই পারেনি , তাদের মাঝ পথেই আটকে দেওয়া হয়েছে ।

No comments:

Post a Comment

loading...